স্পেনের বড় অফার পেয়ে মুম্বই সিটি এফসি ছাড়তে চলেছেন এই তারকা বিদেশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মুম্বই সিটি এফসির স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্তানা একাধিক স্প্যানিশ ক্লাব থেকে অফার পেয়েছেন। ৩০ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সানতানাকে গত মরশুমে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দল রিয়াল স্পোর্টিং ডি গিজনের কাছ থেকে লোনে মুম্বই সিটি এফসি নিজেদের দলে নিয়ে আসে।
মিডফিল্ডার হওয়া সত্ত্বেও, গত মরসুমে যেখানে তার দল মুম্বই সিটি এফসি আইএসএল চ্যাম্পিয়ন হয়, সেই মরসুমে দলের স্বার্থে তিনি সেন্টার ব্যাক পজিশনে খেলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখনও পর্যন্ত এই স্প্যানিয়ার্ডের কাছে তিনটি স্প্যানিশ তৃতীয় ডিভিশনের ক্লাব - অ্যালজেসিরাস সিএফ, ইউনিয়নিস্টাস সিএফ এবং ইউডি সানসের অফার রয়েছে। এই মরশুমে গিজনের সাথে তার চুক্তি শেষ হওয়ার পর, তিনি একজন ফ্রি প্লেয়ার হবেন।
সানতানা তার যুব কেরিয়ার শুরু করেন ইউডি লাস পালমাসে, তাদের অনূর্ধ্ব-১৯ দল থেকে বি দলে এবং শেষ পর্যন্ত সিনিয়র দলে সুযোগ পান ২০১১ সালে। এই লাস পালমাসে খেলার সময় (২০১২-২০১৪) তিনি কোচ হিসেবে পান সের্জিও লোবেরাকেই, যিনি এখন তার বর্তমান ক্লাব মুম্বই সিটি এফসিরও কোচ। তার ছেলেবেলার ক্লাব লাস পালমাসে হয়ে তিনি লা-লিগায় তিনটি মরশুম সহ মোট ছটি মরসুমে ১৩৩টি ম্যাচ খেলেছিলেন।
২০১৮ সালে, হার্নান স্পোর্টিং গিজোনে চলে যান যেখানে তিনি স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় ডিভিশন সেগুন্ডা ডিভিসিয়নে দুটি মরশুমে ৩১টি ম্যাচ খেলেন। এই মরশুমে তার দুটি গোল ও দুটি অ্যাসিস্ট ছিল।
স্প্যানিশ ম্যানেজার সের্জিও লোবেরা, এই মরশুমে গত মরশুমে টপ স্কোরার ইগোর অ্যাঙ্গুলোকে ইতিমধ্যেই মুম্বই সিটি এফসি তে সই করিয়েছেন। লোবেরা আশা করেন অ্যাঙ্গুলোর সাথে আহমদ জাহু এবং মুরতাদা ফলের বোঝাপড়া বেশ ভালই হবে। ইতিমধ্যেই হুগো বৌমোসের মত একটি প্রতিশ্রুতিবান প্লেয়ারকে মুম্বই সিটি এফসি হারিয়েছে কারণ তিনি এই মরশুমে এটিকে মোহনবাগানে সাইন করেছেন। কিন্তু চতুর লোবেরা আপুইয়ার মত একটি প্রতিশ্রুতিবান ভারতীয় প্লেয়ার কে ইতিমধ্যেই তার টিমে সাইন করিয়ে নিয়েছেন। ফলে এই মরসুমেও অর্থাৎ আইএসএল সিজন ৮ এ মুম্বই সিটি এফসিকে আবারও টাইটেল কনটেন্ডার ধরাই যায়।