এসসি ইস্টবেঙ্গলের তরুণ এই তারকাকে পেতে অনেকটাই এগিয়েছে ওড়িশা এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে সকল খেলোয়াড়ই ক্রমশ সরে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের কবল থেকে। ক্লাবের অভ্যন্তরীন সমস্যার জেরে আগামী মরশুমের জন্য খেলোয়াড়রা বেশিদিন অপেক্ষা করতে রাজি নন। এবার যা পরিস্থিতি, তাতে এসসি ইস্টবেঙ্গল ছেড়ে ওড়িশা এফসিতে যেতে চলেছেন তারকা মিডফিল্ডার সৌরভ দাস।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ওড়িশার সাথে অনেকটাই কথা এগিয়েছে সৌরভের। চুক্তির মেয়াদ ঠিক হয়ে গেলেই হয়ত সই করে ফেলবেন এই বঙ্গতনয়। ২৪ বছরের এই মিডফিল্ডার খুবই ভালো অপশন হবে ওড়িশার জন্য। বিনিত রাইয়ের অফ ফর্মে সৌরভ বেশ কার্যকরী হবেন মাঝমাঠের দায়িত্ব নেওয়ার।
গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মুম্বই সিটি এফসি থেকে এসসি ইস্টবেঙ্গলে এসেছিলেন সৌরভ। এসে ডিফেন্সিভ মিডফিল্ডে দারুণ জুটি গড়েছিলেন ম্যাটি স্টেইনম্যানের সাথে। তার উদ্দীপনা ও খেলার স্টাইল দেখে পছন্দ হয়েছিল লাল-হলুদ সমর্থকদের। এমনকি, কয়েক সপ্তাহ আগে এক্সট্রা টাইম বাংলার সাথে সাক্ষাৎকারে সৌরভ সরাসরি বলেছিলেন, কোচ রবি ফাউলার আগামী মরশুমের জন্যও চাইছেন তাকে। কিন্তু আর কতদিন অপেক্ষা করবেন সৌরভ?
এর জেরে স্পষ্ট, খেলোয়াড়দের রাখার বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। আগামী ৩১ মে এসসি ইস্টবেঙ্গলের সাতে চুক্তি শেষ হবে সৌরভের, যেখানে আরও এক বছর চুক্তিবৃদ্ধির অপশন ছিল তার জন্য। এই পরিস্থিতিতে ওড়িশা এফসি এসে ছিনিয়ে নিয়ে যেতে চলেছে এই তরুণ ফুটবলারকে।