চুক্তির শর্তে রাজি! চেন্নাইন এফসিতে যোগ দিচ্ছেন এসসি ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর অপেক্ষা করলেন না, শেষ অবধি সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড়। এসসি ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দিচ্ছেন মুম্বইয়ের এই ফুটবলার। গত মাস থেকেই রাজুর প্রতি আগ্রহ দেখিয়েছিল চেন্নাইন, আর এবার চেন্নাইনে আসতে চলেছেন রাজু।
জানা গিয়েছে, চেন্নাইন এফসির চুক্তির শর্ত ইতিমধ্যেই মেনে নিয়েছেন রাজু। যাবতীয় কাজকর্ম মিটে গেলেই সই করে ফেলবেন দুইবারের আইএসএল চ্যাম্পিয়নদের হয়ে। সূত্রের খবর, দুই বছরের চুক্তিতে সই করতে চলেছেন এই তারকা ডিফেন্ডার।
গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এসসি ইস্টবেঙ্গলে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন রাজু। ডিফেন্সে ভরসা যোগানোর পাশাপাশি তার বিষাক্ত লং থ্রোয়ে দারুণ সুবিধা পেয়েছিল লাল-হলুদের খেলোয়াড়রা। কিন্তু স্পিড ও ফিটনেসের কিছুটা অভাব ছিল এই অভিজ্ঞ ফুটবলারের, যার জেরে দ্রুতগতির ফরোয়ার্ডদের কাছে হার মানতেন তিনি। তবে রাজুর উপস্থিতি এসসি ইস্টবেঙ্গলে অত্যন্ত কার্যকরী হয়েছিল।
ইস্টবেঙ্গল ক্লাবের অভ্যন্তরীণ কাজিয়ার জেরে বেশ কিছু খেলোয়াড়ই আগামী মরশুমের জন্য ক্লাব ছাড়তে পারেন, এমন জল্পনা ক্রমেই বেড়ে চলেছে। চুক্তির মেয়াদ শেষের পথে, এই পরিস্থিতিতে খেলোয়াড়রা নিজেদের কেরিয়ার রক্ষার্থে আর কতদিন অপেক্ষা করবেন, সে নিয়ে প্রশ্ন উঠছে।