ঘর ভাঙছে ইস্টবেঙ্গলের, নর্থইস্টে সই করতে চলেছেন দলের এই তারকা মিডফিল্ডার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ ইস্টবেঙ্গল কিংবা এসসি ইস্টবেঙ্গল ফুটবল খেলবে কিনা, সে নিয়ে সংশয় রয়েইছে। এই পরিস্থিতিতে অপেক্ষা করে নিজেদের কেরিয়ার বিপদে ফেলতে চাইছে না ফুটবলাররা। এবার এসসি ইস্টবেঙ্গল ছাড়ছেন অভিজ্ঞ মিডফিল্ডার শেহনাজ সিং।
জানা গিয়েছে, দুই বছরের চুক্তিতে নর্থইস্ট ইউনাইটেডে সই করছেন ২৮ বছরের এই মিডফিল্ডার। কিছু সময়ের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা করবে নর্থইস্ট। আর এর জেরে নর্থইস্টের তরুণ মিডফিল্ডে অভিজ্ঞতার সঞ্চার ঘটল, তা বলাই যায়।
গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে ভালো ছাপ ফেলতে পারেননি শেহনাজ। কেবল ছয়টি ম্যাচ খেলেন লাল-হলুদ ব্রিগেডের জন্য। অতি আগ্রাসী খেলা এবং ফিটনেসের চুড়ান্ত অভাবের জেরে কোচ রবি ফাউলার ভরসা পাননি এই পাঞ্জাবি মিডফিল্ডারকে খেলানোর।