ক্রিশ্চিয়ান এরিকসনের ফুটবল কেরিয়ার পুনরুদ্ধার করছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ইউরোতে হৃদরোগের সমস্যার জন্য ফুটবল মাঠের বাইরে চলে যান ডেনমার্কের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। বুকে আইসিডি (ইমপ্ল্যাটেবল কার্ডিওভের্টার ডিফিব্রিলেটর) বসানোর জেরে তার ফুটবল খেলা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল।
এবার এরিকসনের ফুটবল কেরিয়ারকে পুনরুদ্ধার করতে এগিয়ে এল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ড এফসি। টটেনহ্যাম হটস্পারের প্রাক্তন এই মিডফিল্ডারকে ছয় মাসের স্বল্পকালীন চুক্তিতে আনতে চলেছে ব্রেন্টফোর্ড। যা খবর, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই সরকারিভাবে এরিকসনকে আনার সমস্ত কাজ শেষ হবে।
তবে ২৯ বছরের এই তারকা মিডফিল্ডারের স্বাস্থ্যের জন্য বেশ কিছু কাজ করতে হবে দুইপক্ষকেই। প্রথমত, ইংল্যান্ডের এক ওয়ার্ক পার্মিট জোগাড় করতে হবে এরিকসনকে। এবং ব্রেন্টফোর্ডের নিজস্ব স্পোর্টস কার্ডিওলজিস্টের সাথে ছাড়পত্র নিতে হবে এরিকসনকে।
বুকে আইসিডি বসানোর কারণে ইতালিতে ফুটবল খেলতে পারছিলেন না এরিকসন, যেহেতু সে দেশের নিয়ম অনুযায়ী, হৃদরোগের সমস্যা নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনও ক্রীড়ায় অংশ নেওয়া যাবে না। আর এর জেরে ইন্টার মিলান মরশুমের শুরুতেই এরিকসনের সাথে চুক্তি বাতিল করে।