এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ভারতের তরফ থেকে প্রতিনিধিত্ব করবে এই হেভিওয়েট ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২০-২১ টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে গোকুলাম কেরালা এফসি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নির্বাচিত করেছে গোকুলামকে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার জন্য।
নিয়ম অনুযায়ী, ইন্ডিয়ান্স উইমেন্স লিগের বিজয়ী এই এএফসি টুর্নামেন্টে সুযোগ পায়, কিন্তু এই বছর সেটি না হওয়ায় গতবারের চ্যাম্পিয়ন গোকুলামকে নির্বাচিত করে ফেডারেশন। বলা বাহুল্য, এবারের উইমেন্স লিগ আয়োজিত হওয়ার কথা ছিল ওড়িশার ভুবনেশ্বরে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সেটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উইমেন্স লিগের স্থগিতাদেশ নিয়ে এএফসির সাধারণ সচিব ডাটো উইন্ডসরকে লেখা চিঠিতে ফেডারেশন সচিব কুশল দাস লিখেছেন, "আমরা জানাতে চাই যে স্থানীয় আয়োজক কমিটি (ওড়িশা স্পোর্টস) এর সাথে আলোচনা করে, এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে যে ইন্ডিয়ান উইমেন্স লিগের পঞ্চম সংস্করণকে কয়েক মাসের জন্য স্থগিত রাখার জন্য, যেহেতু করোনার সংক্রমণ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"