১১ জন নয়, মাত্র ৯ খেলোয়াড় নিয়ে আইলিগে নামতে পারবে এই দল, পড়ল জটিল পরিস্থিতিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুরু হতে চলেছে আইলিগ, প্রতিটি দলই নিজেদের মত করে প্রস্তুতি শুরু করেছে। এবারের আইলিগে প্রথমবার খেলতে নামবে রাজস্থান এফসি। কিন্তু প্রথম মরশুমে রাজস্থানকে পড়তে হল জটিল পরিস্থিতিতে।
আইলিগ যোগ্যতা অর্জন পর্বে জেতে রাজস্থান।তারপর একাধিক খেলোয়াড়কে বাদ দিয়ে আইলিগের জন্য দলগঠন শুরু করে তারা। কিন্তু সেই সময় ট্রান্সফার মার্কেট বন্ধ থাকায় যে খেলোয়াড়দের সই করিয়েছে, তাদের রেজিস্টার করতে পারেনি তারা।
ফলে কেবল ফ্রি এজেন্ট ও অ্যামেচার খেলোয়াড়দের নিয়ে আগামী ৩১ ডিসেম্বর অবধি খেলতে পারবে রাজস্থান এফসি। আবার জানুয়ারি মাসে ট্রান্সফার উইন্ডো খুললে নতুন খেলোয়াড়দের সই করাতে পারবে রাজস্থান এফসি। এই বিষয়ে বিবৃতি দিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও রাজস্থান এফসি।