এটিকে মোহনবাগানে এবার এফসি গোয়ার ডিফেন্ডার! বাদ ম্যাকহিউ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : " ভেনি, ভিডি , ভিসি " ঠিক এভাবেই ব্যাখ্যা করা যায় এটিকে মোহনবাগানের হেড কোচ জুয়ান ফেরান্ডোর অভিষেক ম্যাচকে, এ যেন ঠিক এলেন দেখলেন আর জয় করলেন। সবুজ মেরুনের প্রাক্তন হেড স্যার হাবাসের স্থলাভিষিক্ত হয়েই জুয়ান তার দলের খেলার ম্যাধ্যমে আপামর মোহনবাগান সমর্থকদের কাছে একটা সুস্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন এবার থেকে দল নিজের সেরা খেলাটা উপহার দিতে চলেছে সমর্থকদের।
তবে গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের আক্রমণ ভাগ অসাধারণ খেললেও হেড মাস্টার জুয়ানকে চিন্তায় রেখেছে সবুজ মেরুন রক্ষণ। মূলত রক্ষণ ভাগের ভুলেই নর্থ-ইস্ট ম্যাচে দু-দুটো গোল হজম করতে হয় এটিকে মোহনবাগানকে। ডিফেন্সে সন্দেশ ঝিঙ্গানের অভাবটা যেন বার বার প্রকট হয়ে পড়ছে প্রতিটি খেলায়।
আর এবার মোহনবাগানের রক্ষণকে পাকাপাকি ভাবে আঁটোসাঁটো করতে ময়দানে নেমে পড়েছেন সবুজ মেরুন ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে সম্ভবত গোয়ার ডিফেন্ডার ইভান গ্যারিডো গঞ্জালেসকে দলে আনতে চলেছে মোহনবাগান শিবির। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুললেই ডিল সেরে ফেলতে চায় বলেও জানা যাচ্ছে। ২০২০ সালে এফসি গোয়ায় দুই বছরের চুক্তিতে যোগদান করেন স্পেনীয় এই ডিফেন্ডারটি। ২০২১ এর গোয়ার ডুরান্ড কাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো ইভানের।
যেটুকু শোনা যাচ্ছে তাতে কার্ল ম্যাকহিউ এর পরিবর্ত হিসেবে গঞ্জালেসকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান। প্রসঙ্গত কার্ল সদ্য প্রাক্তন কোচ হাবাসের খুবই প্রিয় ছাত্র ছিলেন। গোয়ার কোচ থাকার সময় ইভান গঞ্জালেসকে খুব কাছ থেকে দেখেছেন সবুজ মেরুনের হেড মাস্টার জুয়ান, এসেই কী এফসি গোয়ার ঘর ভাঙ্গা শুরু করে দিলেন? মূলত তার পরামর্শেই রিয়াল মাদ্রিদ ইউথ অ্যাকাডেমির এই প্রাক্তনীকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট।
এখন পালতোলা নৌকো শিবিরের নড়বড়ে রক্ষণ ভাগের হাল ইভান গ্যারিডো গঞ্জালেস ঠিক কতটা ধরতে সক্ষম হন সেই উত্তর সময়ই দেবে।