জুভেন্টাস ছাড়া নিশ্চিত! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেতে অবশেষে আগ্রহ দেখাল এই ক্লাব, কিন্তু রয়েছে এই শর্ত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, চলতি মরশুমে জুভেন্টাসে থাকতে চাইছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্ট ও সহ খেলোয়াড়দের সেই বার্তা দিয়েও দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। ইতিমধ্যেই এজেন্ট জর্জে মেন্ডেস কথাবার্তা শুরু করেছে বেশ কিছু ক্লাবের সাথে।
তবে এত দিন রোনাল্ডোকে নিতে আগ্রহী না হলেও এবার হঠাতই আগ্রহ দেখাতে শুরু করল ম্যানচেস্টার সিটি। তবে জুভেন্টাসের শর্ত অনুযায়ী ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি নয় সিটি। এমনকি, জুভেন্টাসে প্রতি মরশুমে যে ৩১ মিলিয়ন ইউরো বেতন পেতেন, সেটিও দিতে পারবে না সিটি।
জানা গিয়েছে, প্রতি মরশুমে রোনাল্ডোকে ১৫-১৭ মিলিয়ন ইউরো বেতন দিতে রাজি সিটি। এই নিয়ে রোনাল্ডোর এজেন্টকে জানিয়েছে সিটি কর্তারা। তবে জুভেন্টাস ট্রান্সফার ফি পাওয়ার জন্য মরিয়া। সব মিলিয়ে, পোর্তো-ম্যানচেস্টার-তুরিন সফর করে বেড়াতে হচ্ছে জর্জে মেন্ডেসকে। ইতিমধ্যেই রোনাল্ডো নিজেকে পরবর্তী সিরি আ ম্যাচের জন্য সরিয়ে নিয়েছেন।