ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানাতে এবার সৌদি আরবে লিওনেল মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরের শুরুতে চাঞ্চল্য ছড়িয়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তারপর থেকে নানা জল্পনা উড়ে আসছে, সৌদির বেশ কিছু ক্লাব আগ্রহী লিওনেল মেসিকে সই করাতে।
এবার সেই কাজে আরও কিছুটা অগ্রগতি ঘটল, এমনই খবর উঠে আসছে। স্প্যানিশ পত্রিকা মার্কার রিপোর্ট অনুযায়ী, সৌদির ক্লাব আল হিলাল প্রতি মরশুম ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চলেছে মেসিকে।
চলতি মরশুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি শেষ হবে লিওনেল মেসির। এই পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করতে রেকর্ড অর্থের এই প্রস্তাব রাখতে চলেছে সৌদির এই হেভিওয়েট ক্লাব।
যদিও বর্তমানে আল হিলাল ট্রান্সফার ব্যানের কবলে রয়েছে, তবে আগামী মরশুমে মেসিকে সই করাতে কোনও অসুবিধা হবে না। পাশাপাশি শোনা যাচ্ছে, সৌদির প্রশাসন লিগের স্যালারি ক্যাপ বাড়াতে পারে, যাতে মেসিকে দেশে নিয়ে আসা যায়। তবে রোনাল্ডো আড়াই বছরের চুক্তিতে থাকলেও, মেসিকে এক বছরের চুক্তিই অফার করা হবে।
এদিকে গত মঙ্গলবার মেসির বাবা তথা এজেন্ট জর্জে মেসিকে রিয়াধে দেখা গিয়েছে। এর ফলে এই দলবদলের জল্পনায় আরও ইঙ্গিত দেখা দিয়েছে।
শুধু আল হিলাল নয়, মেসিকে নিতে আগ্রহী এফসি বার্সিলোনা ও ইন্টার মায়ামি। ফরাসি পত্রিকা লে'একুইপের রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মূখ্য টার্গেট মেসি।