এআইএফএফ করল বড় ঘোষণা, আশঙ্কায় মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই ঘোষণায় চিন্তায় পড়ে গেলেন মহামেডান সমর্থকরা। কিন্তু কি সেই ঘোষণা?
শনিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন ২০২৩-২৪ মরশুমে ভারতীয় ক্লাব লাইসেন্সিং সিস্টেম প্রিমিয়ার ২ নিয়ে ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর এই ক্লাব লাইসেন্স পেতে ব্যর্থ হল মহামেডান স্পোর্টিং ক্লাব।
আরও পড়ুন - বাঙ্কারহিল চলে গেলেও মহামেডানের দরজায় হাজির আরেক ইনভেস্টর
শুধু মহামেডান নয়, এই প্রিমিয়ার ২ লাইসেন্স পায়নি রিয়াল কাশ্মীর, আইজল এফসি, চার্চিল ব্রাদার্স, শ্রীনিধি ডেকান, গোকুলাম কেরালা ও রাজস্থান ইউনাইটেড এফসি।
এর কারণ হিসেবে এআইএফএফ জানিয়েছে, একাধিক 'এ' নিয়মাবলী না মানার কারণে এই ক্লাবগুলিকে লাইসেন্স দেওয়া হয়নি। বলা বাহুল্য, মণিপুরে অশান্ত পরিবেশের কারণে সেখানকার দুটি দল নেরোকা ও ট্রাউ এফসির লাইসেন্স নিয়ে আপাতত কোনও ঘোষণা করা হয়নি