রয় কৃষ্ণাকে পেতে আগ্রহ দেখাল আইএসএলের এই দুই হেভিওয়েট ক্লাব, দিতে চলেছে রেকর্ড প্রস্তাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েক বছরের আইএসএলের সেরা ফরোয়ার্ড হিসেবে নিঃসন্দেহে উঠে আসবে রয় কৃষ্ণা। প্রথমে এটিকে আর তারপর গত মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে অসাধারণ খেলেন ফিজির এই ফরোয়ার্ড। গত মরশুমে ইগর অ্যাঙ্গুলোর সমান ১৪ গোল করেছিলেন রয় কৃষ্ণা।
যদিও রয় কৃষ্ণাকে রেকর্ড বেতনে ২০২৫ সাল অবধি রাখতে চলেছে এটিকে-মোহনবাগান, কিন্তু এখনও অবধি আনুষ্ঠানিক কোনও ঘোষণাই হয়নি ক্লাবের তরফ থেকে। এই পরিস্থিতিতে এবার এই দুর্ধর্ষ ফরোয়ার্ডের দিকে ঝাঁপাল আইএসএলের দুই হেভিওয়েট দল মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া।
জানা গিয়েছে, মরশুম শেষ হতেই রয় কৃষ্ণাকে পেতে আগ্রহ দেখাতে শুরু করেছিল মুম্বই সিটি এফসি, এদিকে সদ্যই আগ্রহ দেখিয়েছে এফসি গোয়া। এই দুই দলই নিজেদের তারকা ফরোয়ার্ডদের হারিয়েছে। এই পরিস্থিতিতে এবার রয় কৃষ্ণাকে পেতে উদ্যোগ নিয়েছে তারা।
লোনে আসা অ্যাডাম লে ফন্ড্রে ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ায়, চুক্তি শেষ বার্তোলোমেউ ওগবেচের। এই পরিস্থিতিতে মার্কি ফরোয়ার্ড সাইনিংয়ের পাশে রয় কৃষ্ণাকে আনতে চাইছে মুম্বই। ক্লাবের অন্দরের খবর, রয় কৃষ্ণাকে পাওয়ার জন্য প্রয়োজনে রেকর্ড প্রস্তাব দিতে রাজি মুম্বই।
এদিকে ইগর অ্যাঙ্গুলোর বিদায়ের জেরে নয়া স্ট্রাইকার খুঁজছে এফসি গোয়া, লোন পর্ব শেষ করে ফিরে যাচ্ছেন অসি ডিফেন্ডার জেমস ডোনাকি। এই পরিস্থিতিতে এশীয় কোটার খেলোয়াড় এবং ফরোয়ার্ড হিসেবে এক ঢিলে দুই পাখি হিসেবে রয় কৃষ্ণাকে টার্গেট করেছে এফসি গোয়া। গোয়ার শর্টলিস্টে রয়েছে রয় কৃষ্ণার নাম। ক্লাবের ডিরেক্টর মন্দার তামানে জানিয়েছিলেন, ১৫ গোল করা ফরোয়ার্ডের খোঁজেই রয়েছে তারা, আর সেই জায়গায় একেবারে ফিট কৃষ্ণা।
তবে এই ডিল পুরোপুরি নির্ভর করবে এটিকে-মোহনবাগানের উপর। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া রয় কৃষ্ণা ছাড়তে চাইবেন না, আর চুক্তিবৃদ্ধি হলে ট্রান্সফার ফি বেড়ে গিয়ে সাড়ে চার কোটি টাকায় চলে যাবে। যার ফলে প্রচন্ড কঠিন হবে এই তারকা ফরোয়ার্ডকে তুলে আনার জন্য।