এটিকে-মোহনবাগানের ভরসা প্রবীর দাসকে নিতে আগ্রহ দেখাল দুই হেভিওয়েট ফ্র্যাঞ্চাইজি

সব্যসাচী ঘোষ : এটিকে-মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করেছেন প্রবীর দাস। বাঙালি এই উইংব্যাক প্রথমে এটিকে আর তারপর এটিকে-মোহনবাগানের হয়ে খেলে এসেছেন, এবং কোচ আন্তোনিও হাবাসের ভরসাযোগ্য খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। আর এর জেরে অভিজ্ঞ এই ফুটবলারকে পেতে আগ্রহ দেখিয়েছে আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি।
জানা গিয়েছে, এফসি গোয়া এবং জামসেদপুর এফসি আগ্রহী প্রবীরকে নিতে। প্রয়োজনে ট্রান্সফার ফি দিতেও রাজি তারা। জামসেদপুরের রাইট ব্যাক পজিশনে ভালো ফুটবলারের প্রয়োজন, আর সেই অভাব মেটাতে পারেন প্রবীর। এদিকে এফসি গোয়ায় সেরিটন ফার্নান্ডেজ থাকলেও প্রবীরকে নিতে আগ্রহী খোদ কোচ জুয়ান ফেরান্ডো।
২০২৩ সাল অবধি এটিকে-মোহনবাগানের সাথে চুক্তি রয়েছে প্রবীরের। সেক্ষেত্রে প্রবীরকে পেতে হলে অন্তত দুই কোটি টাকা দিতে হবে যে কোনও ক্লাবকে, যা বেশ বড় অঙ্কই বটে। এছাড়াও ২৭ বছরের এই দুরন্ত ফুটবলারকে আদৌ ছাড়বে কিনা এটিকে-মোহনবাগান, সে নিয়ে প্রশ্ন রয়েইছে।
এবারের আইএসএলের শুরুতে প্রথম থেকে শুরু করলেও ধীরে ধীরে বেঞ্চে বসে যান প্রবীর। পরিবর্ত হিসেবে নামেন আটটি ম্যাচ। মূলত হাবাসের পাঁচ ব্যাকের ফর্মেশন থেকে সরে চার ব্যাকে আসায় প্রীতম কোটালের জায়গায় সেভাবে সুযোগ পাননি প্রবীর। আর তার জেরে ডিফেন্স ছেড়ে মিডফিল্ডে প্রবীরকে খেলান হাবাস। এর জেরে প্রবীরের ভবিষ্যৎ নিয়ে সামান্য জল্পনা থেকেই যাচ্ছে।