এটিকে মোহনবাগান দলে বড়সড় পরিবর্তন, এই বিদেশীদের সরিয়ে আসছে তিন বড় নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে লিগ শীর্ষে যাওয়ার মুখে থাকলেও দলে আরও উন্নতি রাখার জায়গা ছাড়ছে না এটিকে মোহনবাগান। এবার দলের তিনজন বিদেশীকে সরিয়ে নতুন তিন বিদেশীকে আনার প্রক্রিয়া চালাচ্ছে এটিকে মোহনবাগান।
প্রথমেই আসছে জনি কাউকো। ইউরো খেলা এই মিডফিল্ডার এটিকে মোহনবাগানের সিস্টেম কিংবা ভারতীয় পরিবেশে মানিয়ে নিতে পারছেন না। এর ফলে কাউকোকে সরানোর ভাবনায় রয়েছে এটিকে মোহনবাগান। এবার যা খবর, নিজেদের প্রাক্তন স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে আনতে চাইছে এটিকে মোহনবাগান।
যা খবর, জনি কাউকোর সাথে সোয়াপ ডিলে ওড়িশা এফসি থেকে জাভি হার্নান্ডেজকে সই করাতে চাইছে এটিকে মোহনবাগান। যদিও কথাবার্তা চলছে দুই পক্ষের মধ্যে। চলতি মরশুমে ওড়িশায় জাভি বেশ ভালো খেললেও সেভাবে গেমটাইম পাচ্ছেন না। ফলে জাভিকে আনার ক্ষেত্রে জোর দিচ্ছে এটিকে মোহনবাগান।
এদিকে দ্বিতীয় বিদেশী যিনি বাদ পড়তে চলেছেন, তিনি হলেন কার্ল ম্যাকহিউ। কার্লের জায়গায় আসতে চলেছেন এফসি গোয়ার ইভান গোঞ্জালেজ। জুয়ান ফেরান্ডোর পরিচিত এই বিদেশীর সাথে কথাবার্তা একপ্রকার চুড়ান্ত, এবং আর্থিক বিষয়গুলি ঠিক হলেই কার্লকে সরিয়ে ইভানকে আনা হবে সবুজ-মেরুণ ব্রিগেডে।
আর শেষে, ডেভিড উইলিয়ামসের সাথে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা হলেও শেষ অবধি অজি এই ফরোয়ার্ডকে সরাতেই চলেছে এটিকে মোহনবাগান। এবং এর পরিবর্তে প্যালেস্তাইনের তরুণ ডিফেন্ডার ইয়াসের হামেদকে সই করতে চলেছে এটিকে মোহনবাগান। ইয়াসেরের বিষয়েও, আর্থিক ও চুক্তির মেয়াদ নিয়ে ঠিক থাকলে তিনি আসতে চলেছেন সবুজ-মেরুণ দলে।