এএফসি মহিলা এশিয়ান কাপের এই তারকারাই হলেন ভারতের ভরসা, চিনে নিন এনাদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসের আগামী ২০ তারিখ ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে এএফসি এশিয়া কাপের মূলপর্বের খেলা। ১৯৭৯ সালের পর দ্বিতীয়বারের জন্য ভারত এই টুর্নামেন্ট আয়োজন করছে। সেই সময় তারা শেষ করেছিল দ্বিতীয় স্থানে। এবার তার থেকেও বেশি লক্ষ্য অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রথম দিন অর্থাৎ ২০ তারিখ নামছে ইরানের বিরুদ্ধে।
তুলনামূলকভাবে তরুণ ব্রিগেডের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। দলের ১৫ জন খেলোয়াড় অনূর্ধ্ব ২৫ বিভাগের। তবুও দলের কোচ থমাস ডেনেরবাই বলেন যে তাঁদের দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল বেশ ভালো।
এবার দেখা যাক সেই ২৩ জনের মধ্যে কারা কাপ জয়ে ভারতের জন্য নেপথ্য ভূমিকা নিতে পারে :-
১.অদিতি চৌহান (গোলকিপার)
২৯ বছর বয়সি এই অভিজ্ঞ গোলকিপার ভারতের প্রথম পছন্দ হতে পারে। তিনি বর্তমানে গোকুলাম কেরালার হয়ে খেলছেন। সেই দলের হয়ে ২০১৯-২০ মরশুমে তিনি ইন্ডিয়ান ওমেন্স লিগ জেতেন। অনেকেই হয়ত জানেন না ইনি পড়াশুনাতেও বেশ ভালো, তার স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর এমএসসি ডিগ্রি রয়েছে।
২. দালিমা ছিব্বার (ডিফেন্ডার)
২৪ বছর বয়সি এই রাইট ব্যাক ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতে নিজের কেরিয়ার শুরু করেন। ২০১৬ এবং ২০১৯ সালে স্যাফ কাপেও জয়ী হন। তিনিও গোকুলামের মহিলা দলের নিয়মিত খেলোয়াড়। ২০১৯ সালে স্যাফ কাপ ফাইনালে ৩৫ গজ দূর ফ্রিকিক থেকে তার করা গোল তাকে শিরোনামে পৌঁছে দেয়। এই স্কোয়াডের অন্যতম ফ্রিকিক বিশেষজ্ঞও তিনি।
৩. আশালতা দেবী (ডিফেন্ডার)
ইনি এই দলের অধিনায়ক। তার দুর্দান্ত ডিফেন্স করার ক্ষমতা এই দলের বিশেষ সম্পদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১৯ সালে ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে নির্বাচিত হন। এছাড়া এএফসি বর্ষসেরা মহিলা ফুটবল পুরস্কারে প্রথম তিনে নির্বাচিত হন। এই অভিজ্ঞ ডিফেন্ডার দলের পেনাল্টি স্পেশালিস্ট বলেও পরিচিত।
৪. কমলা দেবী (মিডফিল্ডার)
২৯ বছর বয়সী এই ফুটবলার এই দলের অবিচ্ছেদ্য খেলোয়াড়। জাতীয় দলের হয়ে ৩৩টি গোল করার সুবাদে তিনি ২০১৭ সালে এআইএফএফ এর বর্ষসেরা মহিলার পুরস্কার পান। ভারতীয় মহিলা ফুটবল দলের ইতিহাসে তিনি অন্যতম সর্বোচ্চ গোলদাতা। মাত্র ১৬ বছর বয়সে তিনি অনূর্ধ্ব মহিলা দলে সুযোগ পান। তারপর তার ঝুলিতে ৪টি সাফ কাপ ও ২টি দক্ষিণ এশিয়ান গেমসের সোনা আছে। ইন্ডিয়ান ওমেন্স লিগের প্রথম বছরের চ্যাম্পিয়ন ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের হয়ে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। তাঁর দ্বিতীয় ইন্ডিয়ান ওমেন্স লিগের খেতাব যেতেন ২০১৯, গোকুলাম এফসি এর হয়ে।
৫. মনিশা কল্যাণ (ফরোয়ার্ড)
এই ২০ বছর বয়সী খেলোয়াড় ভারতীয় মহিলা দলের অন্যতম উজ্জ্বল তারকা। তাঁর ১৩ বছর বয়স অবধি তিনি ছিলেন একজন আ্যথলিট। তারপর তিনি নিজের ফুটবল জীবন শুরু করেন। ২০১৯ সালে অনূর্ধ্ব ১৯ এএফসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়ারে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন। ২০২১ সালে তিনি গোকুলাম কেরালার হয়ে প্রথম কোনো ভারতীয় হিসেবে এএফসি ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপের মত সর্বোচ্চ পর্যায় গোল করেন।