সাফ কাপের ফাইনালে কি পৌঁছতে পারবে ভারত? রইল এই অঙ্ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাফ কাপের সব থেকে সফলতম দল ভারত এখনও অবধি জয়হীন। প্রথম দুই ম্যাচে র্যাঙ্কিংয়ে নীচের দিকে থাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র করেছে ভারত। এমনকি, ২০৪ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলই করতে পারেনি ভারত। আর এর জেরে কিছুটা চাপে রয়েছে ভারত।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে জিতে তৃতীয় স্থানে উঠল মালদ্বীপ। আর এর জেরে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভারত। প্রথম স্থানে চার পয়েন্টে শীর্ষে নেপাল, এক ম্যাচ বেশি খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পর্যায়ে খেলে টেবিলের প্রথম দুই দল খেলবে ফাইনাল। এই পরিস্থিতিতে মালদ্বীপ ও নেপালের বিরুদ্ধে ম্যাচ বাকি রয়েছে ভারতের।
প্রশ্ন উঠছে, তবে কি ভারত উঠতে পারবে সাফ কাপের ফাইনালে? থাকতে পারবে তারা প্রথম দুই স্থানে? পাঁচটি সম্ভাবনা তোলা রইল, যেখানে কোন পরিস্থিতি হলে ভারত ফাইনালে উঠতে পারবে।
প্রথম সম্ভাবনা - ভারত যদি নিজেদের পরের দুটো ম্যাচ অর্থাৎ নেপাল ও মালদ্বীপের বিরুদ্ধে জিততে পারে। তাহলে আট পয়েন্ট নিয়ে অনায়াসে ফাইনালে চলে যাবে ভারত।
দ্বিতীয় সম্ভাবনা - যদি নেপালের বিরুদ্ধে জেতে এবং মালদ্বীপের বিরুদ্ধে ড্র করে ভারত, সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা জটিল হবে। এমনটা হলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শেষ করবে ভারত। এবং এর জেরে বাকিদের উপর নির্ভর করতে হবে ব্লু টাইগার্সদের। সেক্ষেত্রে নেপালকে বাংলাদেশের বিরুদ্ধে হারলে চলবে না এবং শ্রীলঙ্কার মালদ্বীপের বিরুদ্ধে হারা যাবে না। তবেই ভারত দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে উঠতে পারবে ফাইনালে।
তৃতীয় সম্ভাবনা - যদি ভারত মালদ্বীপের বিরুদ্ধে জেতে এবং নেপালের বিরুদ্ধে ড্র করে, তবে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। সেক্ষেত্রে নেপালের বিরুদ্ধে বাংলাদেশের জিতলে চলবে না। আর যদি শ্রীলঙ্কাকে মালদ্বীপ হারাতে পারে, পয়েন্ট সমান থাকা সত্ত্বেও হেড টু হেডে ফাইনালে উঠে যাবে ভারত।
চতুর্থ সম্ভাবনা - যদি ভারত নেপাল ও মালদ্বীপের বিরুদ্ধে ড্র করে, সেক্ষেত্রে পরিস্থিতি বেশ জটিল হয়ে যাবে সুনীল ছেত্রীদের জন্য। সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে শেষ করবে ভারত। এক্ষেত্রে ভারতের ফাইনালে উঠতে গেলে মালদ্বীপকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বাংলাদেশকে নেপালের বিরুদ্ধে হারতে হবে। সেক্ষেত্রে চারটি দলেরই চার পয়েন্ট করে থাকবে, তখন হেড টু হেড চলে আসবে সমীকরণে।
পঞ্চম সম্ভাবনা - ভারত যদি নিজেদের শেষ দুটি ম্যাচ হেরে যায়, তবে কোনওভাবেই তারা ফাইনালে উঠতে পারবে না।
ফলে যা বোঝা গেল, ভারতকে পরের দুই ম্যাচের একটিতেও হারা চলবে না, অন্ততপক্ষে পয়েন্ট জোগাড় করতেই হবে, এবং জিততে হবে। তবেই নিজেদের অষ্টম সাফ কাপ জেতার লড়াই বজায় রাখবে ভারত।