ফুটবল নিয়ে আলোচনাই হল না ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির সভায়...

নিজস্ব প্রতিনিধি: বুধবার ইস্টবেঙ্গল কার্যকরী কমিটির সভায় সবই হল। সামাজিক দূরত্ব বজায় রেখে সভা হল। সেনাবাহিনীর অনুমতি নিয়ে ক্লাব খোলাও হল। শুধু ফুটবল নিয়েই আলোচনা হল না। তাও ক্লাবের এক কার্যকরী কমিটির সদস্য ফুটবল নিয়ে প্রশ্ন তুলতে গিয়েছিলেন। কিন্তু তাঁকে আরেক সদস্য থামিয়ে দিয়ে বলেন, "আপাতত এই প্রসঙ্গ থাক। যথা সময়ে এই নিয়ে আলোচনা করা যাবে।"
সত্যি তো ফুটবল নিয়েই বা কী আলোচনা হবে সভায়? এখনও তো কোয়েসের থেকে নো অবজেকশনই পায়নি ক্লাব। তার উপর কোয়েস চলে গেছে। ফুটবল ছাড়াও তো ক্লাব চালাতে অর্থের প্রয়োজন। তাই আগামী দিনে ক্লাবকে কী করে সুষ্ঠ ভাবে চালানো যায়, সেই নিয়েই মূলত সভা হয়। এই মুহূর্তে হাতে গোনা কয়েক জন ছাড়া ক্লাবে তেমন ভাবে কেউই অর্থ দেন না।
আগামীকাল বিকাল তিনটে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে ক্লাব। ক্লাবের ১০০ বছরের লোগো লাগানো স্যানিটাইজার ও মাস্কের উদ্বোধন আছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও থাকার কথা।
বুধবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় সভাপতি প্রণব দাশগুপ্ত, শান্তিরঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, দেবব্রত সরকারের মতো হেভিওয়েট কর্তারা হাজির থাকলেও, আসেননি ক্লাব সচিব কল্যাণ মজুমদার। বর্তমান পরিস্থিতিতে তাঁর অসুবিধা আছেন বলে তিনি জানান।