সাইজে বড় বুট পরা থেকে আজ মুম্বইয়ের ম্যাচ উইনার, পড়ুন বিপিন সিংয়ের যুদ্ধের কাহিনী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার আইএসএলের ফাইনালে এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে শেষ মিনিটে দুর্দান্ত গোল করে মুম্বই সিটি এফসিকে প্রথম খেতাব জেতান বিপিন সিং। আর এবার সংযুক্ত আরব আমিরশাহীতে জাতীয় দলের সাথে রওনা দিয়েছেন এই দুরন্ত উইঙ্গার। কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ সময়ের কষ্ট ও যন্ত্রণা। আর সেই কাহিনী শেয়ার করলেন বিপিন।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিপিন জানিয়েছেন, শুরুতে বুট না থাকায় সাইজে বড় বুট পড়েই ফুটবল খেলতেন তিনি। এই নিয়ে তিনি বলেছেন, “আমার কাছে কোনও বুট ছিল না পড়ার মত। তাই আমি পড়ে থাকা কোনও বুট তুলে পড়ে নিতাম এবং খেলার জন্য দৌড়তাম। জুতোগুলো বড় ছিল, খুবই বড় বলতে গেলে। আর সেটি ফিট করা বেশ কঠিন ছিল। কিন্তু আমি সেটি সামলে জোরে দৌড়তাম। লোকেরা হাসত কিন্তু আমাকে এটি পড়তে অনুমতিও দিয়েছিল।“
আর এখনকার পরিস্থিতি নিয়ে বিপিন বলেছেন, “আমার কাছে এখন নয়টি বুট রয়েছে। না আমার কাছে ১১টা আছে, আমার মনে হয়। দশটা তো বটেই, হয়ত ১২।“
এবারের আইএসএলে একমাত্র হ্যাটট্রিক করেছেন বিপিন সিং। শুধু খেতাব জেতাই নয়, মুম্বই সিটি এফসিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনে বড় ভূমিকা পালন করেছেন বিপিন। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে বিপিন বলছেন, “আমি একবার গোয়ায় অনুর্ধ্ব ১৪ জাতীয় দলের ট্রায়ালে বাদ পড়েছিলাম। আমি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম কিন্তু কখনই সুযোগ পেতাম না। এবারের জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য প্রচুর খেটেছি। কোচ ইগর স্টিম্যাচকে ধন্যবাদ জানানোর মত ভাষা নেই আমার। আমায় এর প্রতিদান দিতে হবে, যতটা আমি কৃতজ্ঞ আমার ক্লাবের কোচ সের্জিও লোবেরার প্রতি যিনি আমায় আত্মবিশ্বাস যুগিয়েছেন।“