ভারতের সিনিয়র মহিলা ও অনূর্ধ্ব ১৬ পুরুষ দলের প্রধান কোচের দায়িত্বে কে? জানাল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি বৃহস্পতিবার, ১৩ ই জুলাই, ভারতের সিনিয়র মহিলা এবং অনূর্ধ্ব-১৬ পুরুষদের জাতীয় দলের কোচিং স্টাফ নিয়োগের বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক করেন।
আই এম বিজয়নের সভাপতিত্বে এই বৈঠক হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য পিঙ্কি বোমপাল মাগার, ক্লাইম্যাক্স লরেন্স, অরুণ মালহোত্রা, হারজিন্দর সিং এবং ইউজেনসন লিংডোহ। এআইএফএফ-এর টেকনিক্যাল ডিরেক্টর শাবির পাশা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পিতা-পুত্র দুজনেরই উইকেট নিয়ে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন
কমিটি, সিনিয়র মহিলা জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের বিষয়ে দীর্ঘ আলোচনার পরে, অ্যান্টনি অ্যান্ড্রুজকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিভিন্ন প্রার্থীর আবেদনের উপর আলোচনা করার পর, কমিটি তিনটি কোর কোচিং স্টাফদের সুপারিশ করেছে যারা অনূর্ধ্ব-১৬ পুরুষদের দলকে এগিয়ে নিয়ে যাবে।
অনূর্ধ্ব-১৬ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ নিয়োগের জন্য সর্বসম্মতিক্রমে ইশফাক আহমেদকে সুপারিশ করা হয়েছে। এছাড়াও অনুর্ধ্ব-১৬ জাতীয় দলে যথাক্রমে রাজন মানি ও ফিরোজ শরীফকে সহকারী কোচ ও গোলরক্ষক কোচ নিয়োগের জন্য সুপারিশ করেছে।
এই কমিটির চেয়ারম্যান বিজয়ন বৈঠকের পরে বলেন, "এটি ভারতের সিনিয়র মহিলা দল এবং অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের জন্য একটি নতুন সূচনা, আমি নিশ্চিত যে তাঁরা সক্ষম হবে এবং আমরা যে কোচদের সুপারিশ করেছি তাঁরা ভাল কাজ করবে। সিনিয়র মহিলারা ২৬ শে অক্টোবর থেকে ১ লা নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এএফসি অলিম্পিক কোয়ালিফায়ার রাউন্ড ২ তে খেলবে। আমি নিশ্চিত যে দলগুলো সেই পর্যায়ে পারফর্ম করবে তাঁরা আমাদের গর্বিত করবে।”