দুবাইয়ে পৌঁছল ব্লু টাইগার্স, দেশের দায়িত্ব পালনে উৎসাহী ফুটবলাররা জানালেন নিজেদের অনুভূতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতকাল ২৭ সদস্যের ভারতীয় ফুটবল দল দুবাইয়ে নেমেছে। আগামী ২৫ ও ২৯ এপ্রিল ভারত ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যথাক্রমে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। কিন্তু এই মুহুর্তে করোনার জন্য আবারও জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন ফুটবলার ও টিম ম্যানেজমেন্ট।
এদিন অনুশীলনে নেমে পড়েন ফুটবলাররা। কোচ ইগর স্টিম্যাচের ফুটবলাররা নানা অনুশীলন করেন। এবার দুবাইয়ে এসে নিজেদের প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করলেন ফুটবলাররা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক ফুটবলার জানালেন নিজেদের কথা।
ডিফেন্ডার আদিল খান বলেছেন, “এই মরশুমে লিগটি একটু আলাদা ছিল। প্রত্যেকেই বলয়ের মধ্যে ছিল আর এত বেশি নিয়মবিধি। যার ফলে, আমাদের একে অপরের থেকে দূরে দূরে থাকতে হয়েছিল। তবে সকলের সাথে কথা বলে এবং অভিজ্ঞা শেয়ার করে বেশ ভালো লাগল।“
এরপর কোচ ইগর স্টিম্যাচকে নিয়ে আদিল বলেছেন, “কোচ হাসিমুখে সকলকে স্বাগত জানিয়েছেন। উনি শুভেচ্ছা জানিয়েছেন সকলকে এই মরশুমের জন্য এবং কিছু খেলোয়াড়দের প্রতি নিজের গর্ববোধ প্রকাশ করেছেন। উনি চেয়েছেন যাতে আগামী ম্যাচগুলিতে আমরা ভালো করি, আর জুনে কোয়ালিফায়ারের জন্য প্রস্তুত থাকি। আমি ওনার কাছে কৃতজ্ঞ আমায় বাছার জন্য।“
এদিকে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা সকলকে দেখতে পেয়ে খুশি। তিনি বলেছেন, “জাতীয় শিবিরে সকলকে দেখতে পেয়ে ভালো লাগছে। প্রত্যেক খেলোয়াড় একে অপরের সাথে ভালোভাবে মিশছে। আইএসএলের সময় আমরা একে অপরকে শুধু দূর থেকে হাত নাড়াতাম প্রোটোকলের কারণে। সত্যিই ভালো লাগছে একটি বড় ছাতার মধ্যে থাকতে পেরে, যা হল জাতীয় দল। কোচকে দীর্ঘসময় পর দেখতে ভালো লাগছে। উনি আমাদের শুভেচ্ছা জানালেন লিগে আমাদের পারফর্মেন্সের জন্য, এবং জোর দিয়েছেন যাতে আসন্ন ফ্রেন্ডলি ম্যাচে সেই পারফর্মেন্স বজায় রাখতে।“
এবারের আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় আপুইয়া প্রথমবারের মত সুযোগ পেয়েছেন জাতীয় দলে। আর জাতীয় শিবিরের প্রথম দিনের বিষয়ে আপুইয়া বলেছেন, “কোচ আমাদের স্বাগত জানিয়েছেন যে সকল নতুন খেলোয়াড়কে নিজের মত রেখেছেন। তিনি বলেছেন কঠোর পরিশ্রম করতে, এবং সঠিক ডিসিপ্লিনের মধ্যে। আমি মুখিয়ে রয়েছি অনুশীলন পর্বগুলির জন্য। আমার সিনিয়ররা খুবই ভালো এবং আমাদের ঘরের মত স্বাগত জানিয়েছেন তারা। ওনারা শুভেচ্ছা জানিয়েছেন আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় জেতার জন্য। কিন্তু আমি জানি আমার আসল চ্যালেঞ্জ সামনে রয়েছে।“
সব শেষে, আরও এক তরুণ ফুটবলার আকাশ মিশ্রা উচ্ছ্বসিত এখানে এসে। তিনি বলেছেন, “কোচ আমাদের বুঝিয়ে দিয়েছেন আগামী ম্যাচগুলির গুরুত্ব। স্টিম্যাচ স্যার সকলকে একসাথে কোনও চাপ ছাড়াই কাজ করতে অনুরোধ করেছেন। উনি আমাদের খুব ভালোভাবে রেখেছেন। কিন্তু উনি বলেছেন সামনের কাজে ফোকাস করতে।“