ফিনল্যান্ডের মেসিকে তুলল এটিকে-মোহনবাগান? জনি কাউকোকে নিয়ে বিদেশী সমর্থকদের তেমনই বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে বড়সড় চমক দিতে চলেছে এটিকে-মোহনবাগান। সব কিছু ঠিকঠাক থাকলে, চলতি ইউরোয় ফিনল্যান্ডের হয়ে খেলা মিডফিল্ডার জনি কাউকোকে আনতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবারের ইউরোয় পরিবর্ত হিসেবে তিন ম্যাচে নেমেছেন কাউকো, সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে শেষ ২০ মিনিট খেলেন এই মিডফিল্ডার।
আর এর জেরে প্রশ্ন, কেমন খেলবেন এই তারকা মিডফিল্ডার? হেডিং অত্যন্ত ভালো, টার্নিং ও ফার্স্ট টাচও বেশ ভালো। এছাড়া বাঁদিক থেকে রান করে ক্রস ও পাসও ভালো বাড়াতে পারেন কাউকো। যেটি গুরুত্বপূর্ণ, সেটি হল এই ৩০ বছর মিডফিল্ডারের গতি, যা খুবই ভালো।
তবে যেটি উল্লেখযোগ্য, সেটি হল, অনেক ফুটবল সমর্থকই কাউকোকে ফিনিশ মেসি হিসেবে সম্বোধন করছেন। এবং এটি ভারতীয় বা এটিকে-মোহনবাগান সমর্থকরা নন, বরং ফিনল্যান্ড ও ডেনমার্কে যে সকল ক্লাবে খেলেছেন, সেই সমর্থকরাই এই ধরণের মন্তব্য করছেন।
ডেনমার্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এসজার্গ এফবি থেকে জুলাই মাসে বিদায় নিতে চলেছেন কাউকো, আর সেই কারণে তার ইনস্টাগ্রামে ফিনিশ ও ড্যানিশ ফুটবল সমর্থকরা তাকে প্রশংসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে। আর অনেকেই কাউকোকে ফিনিশ মেসি হিসেবে সম্বোধন করছে।
এই ধরণের মন্তব্যগুলি নিঃসন্দেহে খুবই খুশি করবে মেরিনার্সদের। এসসি ইস্টবেঙ্গলের ব্রাইটের স্কিল ও গতিতে মজেছিল গোটা ভারতীয় ফুটবল মহল। এবার নিজেদের দলে এমন স্কিলফুল ও গতিশীল খেলোয়াড়ের আগমণ হলে কার্যত শক্তিবৃদ্ধি ও মানবৃদ্ধি হবে এটিকে-মোহনবাগানের, তা বুঝতেই পেরেছেন সমর্থকরা।