বাবা হতে চলেছেন সুনীল ছেত্রী, বুঝিয়ে দিলেন গোলের সেলিব্রেশনেই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বাবা হচ্ছেন সুনীল ছেত্রী। সোমবার ভানুয়াতুর বিরুদ্ধে গোল করেই নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। শীঘ্রই তাঁর সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এদিন কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সোনম । ১-০ গোলের ব্যবধানে চলতি ইন্টার কন্টিনেন্টাল কাপে দ্বিতীয় জয় পেল ইগর স্টিমাচের দল।
ম্যাচের বয়স তখন ৮১ মিনিট। বক্সের বাঁ দিক থেকে ক্রস করেছিলেন শুভাশিস বসু। সুনীল ছেত্রীর বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের একমাত্র গোল করেই বল জার্সির মধ্যে পেটে নিয়ে গ্যালারির দিকে ছোটেন ভারতের অধিনায়ক। গ্যালারিতে ছিলেন তাঁর স্ত্রী সোনম। তাঁকে বিশেষ বার্তা দেন সুনীল।
আরও পড়ুন: সেই সুনীল ছেত্রীতেই এল জয়! ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত
বাবা হতে চলেছেন ভারতের অধিনায়ক। গোল করে দেশকে জিতিয়ে সে কথাই ঘোষণা করলেন সুনীল। তাঁর এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়ে থাকল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। সুনীল বাবা হচ্ছেন জানার পরেই তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন ফুটবলপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই আসছে। এই খবরে আনন্দিত ফুটবল মহল।