সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এই খেলোয়াড়দের প্রশংসায় মাতলেন অধিনায়ক সুনীল ছেত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে খেতাব জিতল ভারত। আর এর জেরে অষ্টমবার দক্ষিণ এশিয়ার সেরা হল ভারত। আর এই খেতাব জয়ে আবারও বড় ভূমিকা নিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। ৩৭ বছরের এই ফরোয়ার্ড টুর্নামেন্টে পাঁচটি গোল করেছেন, যার মধ্যে রয়েছে ফাইনালের প্রথম গোলটি।
আর এই জয়ের জন্য ছেত্রী কৃতিত্ব দেন দলের তরুণ ব্রিগেডকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে সুনীল বলেন, "তরুণদের দেখুন, ওদের জন্য এটি অত্যন্ত ভালো মুহুর্ত। এটি তাদের কঠিন পরিশ্রমের ফল। আমরা প্রায় ২০ দিন ছিলাম, একটি দ্বীপে থাকছিলাম, প্রতিদিন ঢেউ পেরিয়ে অনুশীলন ও ম্যাচের জন্য যেতাম।"
"যেহেতু আমরা প্রথম দুই ম্যাচে তেমন ভালো করতে পারিনি, এই জয় আমাদের কাছে বিশেষ স্পেশাল। সেখান থেকে ফিরে আসাটা এবং এভাবে খেলাটা বেশ কঠিন ছিল।"
এদিকে নিজের টুইটারে সুনীল লিখেছেন, "যে শুরুটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু শেষটা প্রত্যাশামতই হয়েছে। এই দলকে নিয়ে গর্বিত যেভাবে আমরা ফিরে এসেছি।"