ISL-এর থেকেও বড় পর্যায়ে খেলতে হবে ফুটবলারদের, এশিয়ান কাপের আগে প্রত্যয়ী সুনীল ছেত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। গত কয়েক মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক খেতাব জিতে ছন্দে রয়েছে ব্লু টাইগার্স। তবে টিম ইন্ডিয়ার মূল লক্ষ্য এশিয়ান কাপে ভালো ফল করার।
এবারের এশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তান, যারা র্যাঙ্কিং ও মানে ভারতের থেকে অনেকটাই এগিয়ে। এই পরিস্থিতিতে নিজেদের ছাপিয়ে যাওয়ার বার্তা দিলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। কি কারণে হেড কোচ ইগর স্টিম্যাচ চার সপ্তাহের দীর্ঘমেয়াদী জাতীয় শিবির চেয়েছেন, তারও যুক্তি শুনিয়েছেন সুনীল।
রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সুনীল বলেছেন, "দেখুন, আমাদের মত দল যখন অস্ট্রেলিয়া, সিরিয়া ও উজবেকিস্তানের মত দেশের বিরুদ্ধে খেলবে, তার আগে আমাদের এই প্রস্তুতি শিবির প্রয়োজন। এই কারণেই কোচ এটি চেয়েছেন, আর আশা করি আমরা সেটি পাব।"
এই শিবিরের প্রয়োজনীয়তা নিয়ে সুনীল বলেছেন, "যখন আপনি আইএসএল খেলছেন, তখন সব ছেলেরাই আইএসএলের মানের সাথে খেলবে, যা আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়। কিন্তু সত্যি বলতে গেলে, আমরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে, আমাদের আইএসএলের থেকেও কয়েক মান উপরে গিয়ে খেলতে হবে। আর এই কারণেই আমরা যদি একসাথে অনুশীলন করি, এটি আমাদের সাহায্য করবে। এই কারণে আমাদের দীর্ঘমেয়াদী শিবিরের প্রয়োজন।"
"আরও ভালো হয়, যদি আমরা সেরা সাতটি দেশের কারোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে পারি। ধরুন আমরা এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে জাপান, ইরান কিংবা সৌদি আরবের বিরুদ্ধে খেলি, সেটি আমাদের অনেক ভালো একটি ছবি দেখাবে, তখন আমরা আরও তৈরি হতে পারব। এটা আমার ইচ্ছা, কিন্তু কোচ সিদ্ধান্ত নেবেন কাদের বিরুদ্ধে আমরা খেলব।"
আরও পড়ুন - পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে এবার ভারতকে হুঁশিয়ারি পাক ক্রীড়ামন্ত্রীর
"এই কারণে চার সপ্তাহের শিবির অত্যন্ত জরুরি আমাদের জন্য। যদি আমরা শুধু পাঁচ দিন পাই, তাহলে আমরা কোনও গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ আয়োজন করতে পারব না। কি হবে না হবে সেটি আলোচনা সাপেক্ষ, তবে আমি আশা করব যত বেশি সম্ভব সময় আমরা পাব।"
শেষে সুনীল বলেছেন, "এই ধরণের শিবিরে এলে শুরুতে চোট-আঘাত থাকে, তারপর ভিন্ন ক্লাব থেকে ভিন্ন ভিন্ন মানসিকতা নিয়ে আসা সব ফুটবলারদের দেখভাল করতে হবে। এরপর দুটো-তিনটে প্রীতি ম্যাচ খেলতে হবে, আর সেটা আমাদের প্রস্তুতির জন্য ভালো হবে।"