ত্রিদেশীয় ট্রফি জিতেও সেলিব্রেশনে মাতলেন না ভারতীয় অধিনায়ক! সুনীলের এমন আচরণের কারণ জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার মনিপুরের ইম্ফলে, ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিরুদ্ধে ২-০ ফলাফলে জেতে ভারতীয় ফুটবল দল। এর পাশাপাশি টুর্নেমেন্টের চ্যাম্পিয়নও হয় সুনীল ছেত্রীর ভারত। প্রথম ম্যাচে অনিরুদ্ধ থাপার করা একমাত্র গোলে মায়ানমারকে পরাজিত করে ভারত। দ্বিতীয় ম্যাচে গ্যালারি ভর্তি ভারতীয় সমর্থকদের মাঝে কিরগিজস্তানকে সন্দেশ ঝিঙ্গান এবং সুনীল ছেত্রীর গোলে হারায় ভারত।
প্রসঙ্গত এটি সুনীলের ৮৫ তম আন্তর্জাতিক গোল ছিল। তবে ভারতীয় অধিনায়ককে এই অসামান্য কৃতিত্ব অর্জন করার পরেও নির্লিপ্ত থাকতে দেখা যায়। শুধু গোল করার পরই নয়, ত্রিদেশীয় টুর্নামেন্টের ট্রফি সেলিব্রেশনেও দেখা যায়নি তাঁকে।
নিয়ম অনুযায়ী, সাধারণত অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় টুর্নামেন্টের ট্রফি। সুনীল ট্রাই-নেশন ট্রফি হাতে নিয়ে সোজা চলে যান দলের গোলকিপার অমরিন্দারের কাছে। তাঁর হাতে ট্রফি তুলে দিয়ে চুপচাপ চলে যান এক ধারে। এরপর তাঁকে আর দেখা যায়নি। সুনীলের এমন আচরণে অমরিন্দরও প্রথমে অবাক হয়ে যান।
কিন্তু ভারতীয় অধিনায়কের এমন আচরণের কারণ কী?
আসলে সুনীল হয়তো ট্রফিটি দলের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, তাঁর রাজত্বের সময় শেষ হয়ে এসেছে এবার দায়িত্ব নিতে হবে দলের তরুণ প্রজন্মকে। সম্প্রতি শোনা গেছিল সুনীল আসন্ন এএফসি এশিয়ান কাপের পরেই অবসর ঘোষণা করবেন। সুনীল নিজেও ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আর বেশি দিন পেশাদার ফুটবল খেলবেন না। সুতরাং ইম্ফলের ভরা গ্যালারিতে এক প্রকার ব্যাটন স্থানান্তর করলেন সুনীল, তা বলাই যায়।