করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী, ভক্তদের উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

সব্যসাচী ঘোষ : আবারও খারাপ খবর ভারতীয় ফুটবলমহলে, করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় এই খবরটি পেশ করেন খোদ সুনীল ছেত্রী।
নিজের টুইটারে সুনীল ছেত্রী এই প্রসঙ্গে লিখেছেন, “এটি খুব খুশির আপডেট নয়, আমি করোনা পজিটিভ হয়েছি। ভালো খবর এটিই, আমি এখন ভালো আছি আর এই ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই চালাচ্ছি, যার ফলে খুব শীঘ্রই আমি ফুটবল মাঠে ফিরব। এর থেকে ভালো সময় হয় না সকলকে মনে করিয়ে দেওয়ার যে সুরক্ষা বিধি সব সময় মেনে চলতে হবে।“
এবারের আইএসএল জৈব সুরক্ষা বলয়ে হয়েছে এবং করোনা প্রোটোকল মানা হয়েছে প্রতিটি ক্ষেত্রে। সেখানে দাঁড়িয়ে কিভাবে সুনীল ছেত্রীর এমন করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল, সে নিয়ে সন্দেহ রয়েইছে।