এএফসি এশিয়ান কাপে নামার আগে ভারতের মেয়েদের উদ্দেশ্যে উৎসাহপূর্ণ বার্তা সুনীল ছেত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ এএফসি মহিলা এশিয়ান কাপ হবে এই টুর্নামেন্টের ২০ তম সংস্করণ, এশিয়ার চতুর্বার্ষিক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট যা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এর মহিলাদের জাতীয় দলগুলি দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর এবারের এএফসি কাপের আসর বসছে ভারতে।
এবার ভারতের মহিলা ফুটবল দলের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন ভারত পুরুষ দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ইনস্টাগ্রামে ভারতীয় মহিলা ফুটবল প্রতি বার্তা দিতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, "আমি শুধু ভারত অধিনায়ক হিসেবে নয়, আমি তোমাদের ফ্যান হিসেবেও পাশে থাকব। তোমরা মনে রেখো, তোমাদের খেলা শুরুর সময়ে জাতীয় সংগীত গাওয়ার সময় থেকে টুর্নামেন্ট শেষ অবধি সর্বক্ষণই গর্বিত করবে তোমরা। তোমরা তোমাদের খেলা উপভোগ কর এবং দেশকে গর্বিত করো।"
বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে নামবে ভারতের মেয়েরা।