আরও দুই বছর বেঙ্গালুরু এফসিতে থেকে যাচ্ছেন সুনীল ছেত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার বেঙ্গালুরু এফসি ঘোষণা করে, ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক সুনীল ছেত্রী আরও দুই বছর থেকে যাচ্ছেন। ২০২৩ সাল অবধি বেঙ্গালুরুতেই থাকছেন সুনীল, যার জেরে মোট ১০টি মরশুম এই ক্লাবের হয়ে খেলবেন সুনীল।
নয়া চুক্তি সই করে অত্যন্ত খুশি সুনীল। ক্লাবের ওয়েবসাইটে তারকা এই ফরোয়ার্ড বলেছেন, "আমি খুবই খুশি বেঙ্গালুরু এফসিতে আরও দুই বছরের জন্য সই করতে পেরে। এই শহর আমার ঘর, আর এই ক্লাবের মানুষ আমার পরিবার। মনে হয় যে গতকালই আমি প্রথমবার এখানে সই করলাম, আর আমায় বলতেই হবে যে এই যাত্রা অসাধারণের কম কিছু নয়। আমি এই ক্লাবকে ভালোবাসি। এখানকার সমর্থক ও এই শহর - এই তিন জিনিসের সাথে আমার খুব কাছের সম্পর্ক রয়েছে। আর আমি মুখিয়ে রয়েছি আরও বিশেষ কিছু মুহুর্তের অংশ হওয়ার জন্য।"
মরশুম শেষে জোর জল্পনা ছিল, বেঙ্গালুরু এফসির খারাপ পারফর্মেন্সের জেরে ক্লাব ছাড়তে পারেন সুনীল ছেত্রী। কিন্তু বেঙ্গালুরু এফসির কর্নধার পার্থ জিন্দাল নিশ্চিত ছিলেন, চুক্তিবৃদ্ধি করবেন ভারতীয় অধিনায়ক। আর শেষ অবধি তাই ঘটল।