"সাফল্যের খিদে বজায় রয়েছে, এখনই অবসর নিচ্ছি না", আশ্বাসবাণী ভারতের 'মসিহা' সুনীল ছেত্রীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত দুটি গোল কার্যত বুঝিয়ে দিয়েছে, আজও ভারতীয় ফুটবলের আসল মসিহা সুনীল ছেত্রী। ভারতীয় দলের অধিনায়ক হয়ে একের পর এক নজির গড়ে তুলেছেন সুনীল। কিন্তু ৩৬ বছরের এই ফরোয়ার্ড আর কতদিন এভাবে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাবেন, এ নিয়ে চিন্তায় ভারতীয় ফুটবল মহল। এমনকি, জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচও এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
তবে সমস্ত আশঙ্কাকে দূরে ঠেলে দিলেন সুনীল নিজেই। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এখনও তিনি দীর্ঘমেয়াদী কিছু লক্ষ্যের দিকে নজর রেখেছেন। এবং অবসর তো দুরের কথা, এখনও তার মধ্যে দেশের হয়ে খেলার খিদে ও দুর্দান্ত ফিটনেস রয়েছে।
দোহা থেকে ভিডিও বার্তায় সুনীল নিজের অবসর নিয়ে বলেছেন, "আমি অবসরের কথা এখনই ভাবছি না। আমি জেদি নই। আমি নিজের ফুটবল উপভোগ করছি। আমি এর আগে এতটা ফিট কখনও ছিলাম না। আমি ৩৬ হয়ে গিয়েছি কিন্তু দেশের হয়ে খেলার সেই তেজ ও খিদে এখনও রয়েছে।"
এরপর সুনীল বলেছেন, "অনেকেই আমায় জিজ্ঞেস করে আমি এখন ৩৬ আর কতদিন চালিয়ে যাব, কিন্তু সেসব নিয়ে আমি মাথা ঘামাই না। মানুষের তাদের নিজস্ব মতামত রয়েছে এবং আমি তাতে খুশি। যে দিন থেকে আমি আমার ফুটবল উপভোগ করব না। আমি চলে যাব, আমি সেখানে থাকব না।"
এদিকে বাংলাদেশের বিরুদ্ধে গোল করার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রে সুপারস্টার লিওনেল মেসিকে টপকে গিয়েছেন ছেত্রী। যদিও মেসি বা তার মত কোনও খেলোয়াড়ের সাথে তুলনা হতে ইচ্ছুক নন ছেত্রী। তিনি বলেছেন, "আমি বিরক্ত নই এই ধরণের তুলনায়, কিন্তু আমার মত হচ্ছে, এখানে মেসি বা সেই পর্যায়ের কোনও খেলোয়াড়ের সাথে কোনও তুলনা আসে না। এখানে হাজারো খেলোয়াড় আমার থেকে ভালো। যারা ফুটবল বোঝে, তারা জানে। আমি গর্বিত দেশের হয়ে ৭৪টি গোল করার জন্য, আর শেষ ম্যাচ অবধি নিজের সর্বস্ব দিয়ে যাব।"