বাংলার আর এক প্রতিভার উত্থান, আইলিগের দলে সুযোগ পেল এই প্রতিভাবান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কিছুদিন আগেই বাংলার দল থেকে সরাসরি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের মত দলে সুযোগ পেয়েছেন রাহুল পাসোয়ান। তিনি কলকাতা লিগে বিএসএস এর হয়ে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
এবার রেলওয়ে এফসির হয়ে দুর্দান্ত খেলা আর এক স্ট্রাইকার সুকুমার সর্দার যোগ দিতে চলেছেন আইলিগের গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসিতে।
তিনি রেলওয়ে এফসিতে ভাল খেলার দরুন সন্তোষ ট্রফিতে বাংলার হয়ে খেলার সুযোগ পান। এবার সেখান থেকে তাঁর আইলিগে প্রবেশ।