মিউনিখে দেশকে গর্বিত করার লক্ষ্যে অবিচল শুভ পাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ফুটবলের অন্যতম হেডলাইন তৈরি করে দিয়েছেন ১৭ বছরের বাঙালি ফুটবলার শুভ পাল, যিনি একমাত্র ভারতীয় হিসেবে বায়ার্ন মিউনিখের বিশ্ব দলে সুযোগ পেয়েছেন। এই দলটি নির্বাচন করেছেন ১৯৯০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি দলের ফুটবলার ক্লাউস অগেন্থালার।
এবার বায়ার্ন মিউনিখের এই অনুর্ধ্ব ১৯ দলে নিজের প্রতিভাকে দেখানোর বড় সুযোগ পেয়েছেন শুভ। এরপর মেক্সিকোয় যাবে ১৫ জন নির্বাচিত ফুটবলার, যারা সেখানকার দলগুলির সাথে প্রীতি ম্যাচ খেলবে শুভরা। আর সেখানে ভালো পারফর্ম করতে পারলে মিউনিখে অনুশীলন করতে পারবেন এই ফুটবলাররা।
এবার শুভর লক্ষ্য, মিউনিখে নিজের দেশ ভারতকে গর্বিত করা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে শুভ বলেছেন, "এটি স্বপ্নের মত, কিন্তু এই ভাবনাও মাথায় রয়েছে যে আমাকে আমার দেশকে গর্বিত করতে হবে। আমি এমনভাবে খেলতে চাই যাতে ওনারা আমার খেলা দেখে মনে করে যে ভারত থেকে একজন ভালো খেলোয়াড় এসেছে। শেষ অবধি, আমি চাইব যাতে বায়ার্ন মিউনিখ ও ভারতীয় দলের সিনিয়র দলে সুযোগ পেতে।"
এদিকে এই সুযোগ পাওয়ার জন্য নিজের ক্লাব সুদেভা এফসির প্রতি কৃতজ্ঞ শুভ। গত আইলিগে সুদেভার হয়ে অধিনায়কত্ব করেছিলেন সালকিয়ার এই ফুটবলার। তিনি বলেছেন, "সুদেভা আমায় অনেক সাহায্য করেছে। ১২ বছর বয়স থেকে আমি ঐ অ্যাকাডেমির সদস্য ছিলাম, আর আমি সেখান থেকে আমার বেসিকগুলি শিখেছি। কর্নধার, আমাদের ক্লাবের মালিক আমার জন্য অনেক সাহায্য করেছেন। ওনারা বড় ভূমিকা নিয়েছেন বায়ার্ন মিউনিখে আমার ভিডিও পাঠানোর জন্য।"
গত বছরের আইলিগে দিল্লির প্রথম ক্লাব হিসেবে সুযোগ পায় সুদেভা এফসি। আর নিজেদের প্রথম মরশুমে দলের অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছিল শুভকে। এছাড়া ২০১৯ সালে অনুর্ধ্ব ১৯ সাফ কাপে চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন শুভ।