এসসি ইস্টবেঙ্গলে সই করে যেন ভাষাই হারিয়ে ফেলেছেন শুভ ঘোষ, সমর্থকদের দিলেন বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খুব কম খেলোয়াড়ই রয়েছেন, যারা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জার্সি গায়ে খেলতে পেরেছেন। আর মাত্র ২০ বছর বয়সেই সেই নজির গড়লেন বাংলার ছেলে শুভ ঘোষ। তরুণ এই ফরোয়ার্ড কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের লোনে এলেন এসসি ইস্টবেঙ্গলে।
আর যোগ দিয়ে ভাষা প্রকাশের উপায় পাচ্ছেন না শুভ। এসসি ইস্টবেঙ্গলের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শুভ বলেছেন, "বাংলার ছেলে হয়ে যে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে দেখে বড় হয়েছে, অবশ্যই গর্বের বিষয় তাদের জার্সি পড়া। আমি বলে বোঝাতে পারছি না কতটা খুশি এসসি ইস্টবেঙ্গলে সই করতে পেরে। আমি জানি আমি এখানে বেড়ে উঠব এবং নিজের সেরাটা দেব।"
লাল-হলুদ সমর্থকদের আবেগকে জানেন শুভ, আর রবি ফাউলারের মত কিংবদন্তির সাথে কাজ করতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, "আমি জানি এই ক্লাবকে নিয়ে সমর্থকুরা কতটা আবেগপ্রবণ এবং এটি ওদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলা অনেক বড় দায়িত্বের ব্যাপার এবং আমি এই চ্যালেঞ্জের জন্য তৈরি। এছাড়াও আমি মুখিয়ে রয়েছি রবি ফাউলারের মত কিংবদন্তির সাথে কাজ করতে পেরে। নিজে এক স্ট্রাইকার হওয়ায়, আমি নিশ্চিত যে আমি প্রতিদিন ওনার থেকে অনেক কিছু শিখতে পারব।"
গত বছর ট্রান্সফারগত সমস্যায় একটিও ম্যাচ না খেললেও শুভ ঘোষের প্রতিভা সম্বন্ধে কারোরই অজানা নয়। মোহনবাগান অ্যাকাডেমির ছাত্র শুভ ২০১৯-২০ মরশুমে কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আইলিগে দুর্দান্ত পারফর্ম করেন। সুপার সাব হিসেবে নেমে আইলিগে তিন গোল করেছিলেন শুভ, আর সেই বছর চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান।