খারাপ সময়কে অতিক্রম করে, প্রতিভাবান ফুটবলার শুভ ঘোষ এলেন এসসি ইস্টবেঙ্গলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা সত্যি হল, এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন তরুণ ফুটবলার শুভ ঘোষ। মঙ্গলবার কেরালা ব্লাস্টার্স থেকে জানানো হয়, এক বছরের লোনে এসসি ইস্টবেঙ্গলে আসছেন শুভ।
গত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে শুভ ঘোষকে নিয়ে বেশ বিতর্কে জড়িয়ে ছিল এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। তবে শেষ অবধি দুই বছরের জন্য কেরালায় যোগ দেন শুভ। যার জেরে গত বছর খেলার সুযোগই পাননি শুভ।
তবে শুভর অসাধারণ খেলা চোখে পড়ে ২০১৯-২০ মরশুমে, যেখানে তিনি মোহনবাগানের হয়ে দারুণ খেলেন। এর জেরে এক বছরের অপ্রত্যাশিত বিরতির পর আবারও ময়দানে ফিরছেন শুভ, এবার কলকাতার আর এক প্রধান এসসি ইস্টবেঙ্গলের হয়ে।