ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে স্টিফেন কনস্টানটাইন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের কোচ কে হবেন? এই নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। কিন্তু এবার যা খবর, তাতে সেই প্রশ্নের অবসান ঘটতে চলেছে।
যা খবর, আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হেড কোচ হতে চলেছেন স্টিফেন কনস্টানটাইন। ভারতীয় জাতীয় দলের প্রাক্তন হেড কোচ স্টিফেনের সাথে কথাবার্তা অনেক দূর এগিয়েছে লাল-হলুদ ব্রিগেডের। এবং কাজ করার বিষয়ে সম্মতিও জানিয়েছেন স্টিফেন।
সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২-৩ দিনের মধ্যে ইস্টবেঙ্গলে সই করবেন স্টিফেন, এবং তারপরেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। কিন্তু পুরোটাই নির্ভর করছে ইস্টবেঙ্গল ও ইমামির চুক্তিপত্র সইয়ের উপরেই। এদিকে গত দুই মরশুমের ভুল শুধরে স্টিফেনের নির্দেশেই বাছাই করা হবে লাল-হলুদের বিদেশীদের।
স্টিফেনকে নেওয়ার বিষয়ে ইস্টবেঙ্গল কর্তাদের ইচ্ছা আগেই ছিল। এর আগে চেন্নাইন এফসির হেড কোচ পদে স্টিফেনের আসার জোর জল্পনা ছিল, কিন্তু শেষ অবধি তা হয়নি। এবার ভারতের জাতীয় দলকে দুই দফায় সাফল্যের সাথে কোচিং করানো কনস্টানটাইনকে নিতে উদ্যোগী হয়েছে ইস্টবেঙ্গল। এমনকি এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইমামিও। একাধিক ভারতীয় ফুটবলারকে হাতের তালুর মত চেনেন তিনি, ফলে কনস্টানটাইনকে প্রস্তাব দিতে দ্বিধাবোধ করেনি ইস্টবেঙ্গল।