ইস্টবেঙ্গলের পর গন্তব্য কোথায় স্টিফেন কনস্টানটাইনের?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক শেষ স্টিফেন কনস্টানটাইনের। চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে মাত্র সাতটি ম্যাচ জিতিয়ে বিদায় নিলেন ভারতীয় ফুটবল দলের এই প্রাক্তন কোচ।
এবার প্রশ্ন হল, পরের গন্তব্য কোথায় স্টিফেনের? যা খবর, আপাতত আরও এক মাস ভারতে থাকছেন স্টিফেন। এই এক মাসে ইস্টবেঙ্গলের থেকে বকেয়া প্রাপ্য পাওয়ার সাথে সাথে ভারতের কয়েকটি ক্লাবের প্রস্তাব দেখবেন স্টিফেন।
শোনা যাচ্ছে, নর্থইস্ট ইউনাইটেড আগ্রহী স্টিফেনকে নিতে। সুপার কাপে নর্থইস্টের হয়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন ফ্লয়েড পিন্টো। মরশুম শেষে স্টিফেনকে নিতে আগ্রহী নর্থইস্ট।
এদিকে চেন্নাইন এফসি ও ওড়িশা এফসিও স্টিফেনকে নিজেদের র্যাডারে রেখেছে। তবে চেন্নাইন ও ওড়িশার প্রথম পছন্দ নন স্টিফেন। ওড়িশা এখনও ইস্টবেঙ্গলের মূল টার্গেট সের্জিও লোবেরার দিকে ঝুঁকে। অন্যদিকে চেন্নাইন নিজেদের কোচ টমাস বর্ডারিচকে ছাড়বে কিনা, সে নিয়ে আলোচনা চলছে।
ফলে আইএসএলে আবারও স্টিফেন কনস্টানটাইনকে দেখতে পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেই কারণেই ইস্টবেঙ্গলের দায়িত্ব শেষ হওয়ার পর আরও কিছু সময় ভারতে থাকছেন ইংরেজ এই প্রশিক্ষক।