হায়দ্রাবাদ এফসি ছাড়ছেন আরিদানে সান্তানা, নজরে একাধিক ক্লাব

সব্যসাচী ঘোষ, হায়দ্রাবাদ : অল্পের জন্য আইএসএলের প্লে অফসে উঠতে পারেনি মানোলো মার্কেজের হায়দ্রাবাদ এফসি। দুরন্ত কিছু ভারতীয় প্রতিভাবান ফুটবলারদের দাপটে কার্যত মাতিয়ে রেখেছিল এই ফ্র্যাঞ্চাইজি। তবে স্ট্রাইক ফ্রন্টে নজর কেড়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার আরিদানে সান্তানা।
চলতি আইএসএলে ১৮ ম্যাচে ১০ গোল করেছিলেন সান্তানা। দুরন্ত পারফর্মেন্সের জেরে অনেকেই ভেবেছিলেন হায়দ্রাবাদ তাকে রেখে দেবে। কিন্তু শেষ অবধি চুক্তিবৃদ্ধি করতে চাইছেন না ৩৩ বছরের এই স্ট্রাইকার। মে মাসের পরেই ক্লাব ছাড়তে চলেছেন সান্তানা, এমনই খবর হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্টের তরফ থেকে।
এদিকে আরিদানে সান্তানাকে নিতে চাইছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দল। ভারতীয় ফুটবলমহলে খবর, এসসি ইস্টবেঙ্গল, ওড়িশা এফসি সহ বেশ কয়েকটি ক্লাব আরিদানেকে নিতে আগ্রহ দেখিয়েছে। তবে হায়দ্রাবাদ এফসি ও সান্তানার মধ্যে কথা চলছে বলে জানা গিয়েছে। শেষ অবধি কি হয়, তাই দেখার পালা।