বিশ্বকাপ জিতেও বিতর্কে স্প্যানিশ ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার ফিফা মহিলা বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে প্রথমবার বিশ্বজয়ী হয় স্পেনের মহিলা ফুটবল দল। স্বাভাবিক ভাবেই আনন্দে ভাসে স্পেনের দল। তবে এই আনন্দের মাঝেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে ইতিমধ্যে বিশ্ব ফুটবল মহলে সৃষ্টি হয়েছে বিতর্কের। প্রসঙ্গত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেস, জেনি হারমোসোর ঠোঁটে চুম্বন করেন। যা জেনি সহ দলের কোনো ফুটবলারই পছন্দ করেননি।
আরও পড়ুন- গোল করে দেশকে বিশ্বকাপ জিতিয়ে নিজের বাবার মৃত্যুসংবাদ জানলেন ওলগা কারমোনা
স্পেনের এই তারকা মিডফিল্ডার পরবর্তী সময় ইন্সটাগ্রামে লাইভে এসে বলেন, "আমি বিষয়টি পছন্দ করিনি।" যদিও তিনি হাসি মুখেই কথাটি বলেন।
অন্যদিকে স্প্যানিশ ফেডারেশনের এক কর্তা এই বিষয় জানিয়েছেন, "এটি তৎক্ষণাৎ সেলিব্রেশন, দুজনেই খুব ভাল বন্ধু।"
স্পেনের মহিলা দলের সাথে স্পেনের ফুটবল ফেডারেশন এবং স্প্যানিশ কোচের সমস্যা নতুন নয়। এর আগে দলের ১৫জন ফুটবলার বিশ্বকাপ শুরুর আগে প্রতিবাদ জানিয়েছিলেন।