ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন সৌভিক চক্রবর্তী ও শুভাশিস রায় চৌধুরী, ফেরার পথে ব্র্যান্ডনও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠনের কাজ বেশ ভালোভাবেই চালাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। একাধিক ভারতীয় খেলোয়াড়কে তারা টার্গেট করেছে। এবার বেশ কিছু ভারতীয় তারকাকে সই করাতে চলেছে লাল-হলুদ ব্রিগেড।
তারকা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও গোলকিপার শুভাশিস রায় চৌধুরীকে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল। জানা গিয়েছে, হায়দ্রাবাদ এফসিকে ট্রান্সফার ফি দিয়ে সৌভিককে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।
এদিকে নর্থইস্ট ইউনাইটেডে অরিন্দম ভট্টাচার্যের যোগদানের পর শুভাশিস রায় চৌধুরীর বিদায় নিশ্চিত ছিল। আর তারই সুযোগ নিয়ে এই অভিজ্ঞ বঙ্গ গোলকিপারকে আগামী মরশুমের জন্য সই করাতে চলেছে ইস্টবেঙ্গল।
এদিকে দলের পুরোনো সৈনিক ব্র্যান্ডন ভানলালরেমডিকাকেও সই করানোর পথে অনেকটাই এগিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এমনকি, সদ্য নিজের ফেসবুক প্রোফাইলের কভার ছবি পালটে ইস্টবেঙ্গল দলের ছবি রেখেছেন ব্র্যান্ডন। যার ফলে বলা যায়, এই ভারতীয় উইঙ্গারকে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল।