এশিয়ান কাপে ভারতের যোগ্যতা অর্জনে আপ্লুত সৌরভ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে গ্রুপের শেষ ম্যাচে নামবে ভারত। কিন্তু এই ম্যাচের কয়েক ঘন্টা আগে জানা যায়, সরাসরি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ভারত।
আর এই কারণে গোটা দেশ খুশিতে মেতে উঠেছে। শুধু ফুটবল মহলই নয়, অন্যান্য ক্রীড়া মহলও এই আনন্দে মেতে উঠেছে। এবং ভারতীয় ফুটবল দলের এই বিশেষ অর্জনে খুশি দেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি নিজের টুইটারে পোস্ট করে লিখেছেন, "এএফসি এশিয়ান কাপ ২০২৩ এ যোগ্যতা অর্জন করে দারুণ কাজ করেছ ভারতীয় ফুটবল দল। সুনীল ছেত্রীর নেতৃত্বে, দলটি দারুণ মানসিকতা দেখিয়েছে, এবং এটির জন্য ফুটবলের মক্কার থেকে ভালো জায়গা আর হয় না। দর্শকদের তরফ থেকেও দুর্দান্ত সমর্থন এসেছে।"
মঙ্গলবার সকালে যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ বি এর ম্যাচে ফিলিপিন্সকে ৪-০ গোলে হারায় প্যালেস্টাইন, আর এই ফলের জেরে সরাসরি এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করে ফেলে ভারত।