আরও এক মরশুম ইস্টবেঙ্গলকে সাফল্য দিতে চান সৌরভ, নিজের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা সোংপুর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলগঠন চলছেই ইস্টবেঙ্গলের। গত ৩১ আগস্ট অবধি যাবতীয় সইসাবুদ মেটানো হয়ে গিয়েছিল, এখন কেবল ঘোষণার পালা। মঙ্গলবার এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে ঘোষণা করা হয়, এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দুই তরুণ ফুটবলার সৌরভ দাস ও সোংপু সিংসিট।
গত মরশুমে মুম্বই সিটি এফসি থেকে লোনে এসসি ইস্টবেঙ্গলে এসেছিলেন সৌরভ। আর এই মরশুম পার্মানেন্ট ট্রান্সফার করেছেন ২৫ বছরের এই মিডফিল্ডার। গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে শেষের দিকে মিডফিল্ডে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন সৌরভ।
এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, "আমি উচ্ছ্বসিত আরও এক মরশুম এসসি ইস্টবেঙ্গলের অংশ হতে পেরে। বাংলার ছেলে হওয়ায়, আমি জানি এখানকার সমর্থকদের কাছে এই ক্লাব কতটা গুরুত্বপূর্ণ আর এতে আমি আরও বেশি অনুপ্রেরণা পাই। আমিও মুখিয়ে রয়েছে গ্যাফার (রবি ফাউলার) এর সাথে কাজ করার জন্য। গত বার দলের সাথে আমার অভিজ্ঞতা বেশ ভালো ছিল।"
এদিকে গত আইলিগে দর্শকদের নির্বাচিত সেরা উঠতি খেলোয়াড় হিসেবে নির্বাচিত সোংপু সিংসিট যোগ দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলে। গত মরশুমে নেরোকার হয়ে তিন গোল ও তিন অ্যাসিস্ট করেছেন আইলিগে। তারকা এই উইঙ্গার লাল-হলুদে গতি দিতে সক্ষম।
সই করার পর সোংপু বলেন, "আমার কাছে এটি একটি বড় সুযোগ। এসসি ইস্টবেঙ্গল ভারতের অন্যতম বৃহত্তম ক্লাব এবং আমি সৌভাগ্যবান এখানে আসতে পেরে। আমি নিজেকে প্রতিদিন প্রমাণ করে চাই এবং নিজের সেরাটা দিতে চাই। এছাড়া আমি কোচিং স্টাফ ও সিনিয়র খেলোয়াড়দের থেকে অনেক কিছু শিখতে পারব। আমি প্রতিদিন অনুশিলন করছি এই মরশুমের জন্য তৈরি হতে। আইএসএল শুরু হওয়ার অপেক্ষা করতে পারছি না।"