ব্রাজিলের কাছে হেরেও ভারতের মেয়েদের উপর গর্বিত সমর্থক-ফুটবলাররা - কি বলছে সোশ্যাল মিডিয়া?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার এক ঐতিহাসিক মুহুর্তের স্বাক্ষী থাকল ভারতীয় ফুটবল। মানাউসের এরিনা আমাজোনিয়ায় বিশ্বের সাত নম্বর দেশ ব্রাজিলের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা দল। আর থমাস ডেনেরবির ভারত বেশ বেগ দিয়েছে ব্রাজিলকে। তবে শেষ অবধি ব্রাজিলের কাছে ১-৬ ফলে হারে টিম ইন্ডিয়া।
শুরুতে অলিভিয়েরা ডেবিনহা ব্রাজিলকে এগিয়ে দিলেও মনিশা সমতায় ফিরিয়ে আনেন ভারতকে। প্রথমার্ধে ব্রাজিলকে বেশ চাপ দিয়েছে ভারতের মেয়েরা। যদিও ৩৬ মিনিটে জিওভানার গোলে এগিয়ে যায় সেলেকাওরা। কিন্তু ৫২ মিনিটের পর থেকে ব্রাজিল গোলের বন্যা বইয়ে দেয় ভারতের ডিফেন্সে।
তবে মনিশার গোল ও ভারতের এই দুর্দান্ত লড়াইকে কুর্ণিশ জানিয়েছে ভারতীয় ফুটবল মহল। সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়রা ভারতের মেয়েদের প্রশংসা করেছে। দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াগুলি -