ফাইনাল এগ্রিমেন্ট সইতে না কর্তাদের, এসসি ইস্টবেঙ্গল ভাঙার প্রক্রিয়া শুরু শ্রী সিমেন্টের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার রুদ্ধদ্বার বৈঠকে ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্যরা সিদ্ধান্ত নেন, লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের দেওয়া ফাইনাল এগ্রিমেন্টে সই করবে না। আর এর জেরে স্পষ্ট, দলগঠনেও কোনও কাজে এগোবে না শ্রী সিমেন্ট। যার ফলে কলকাতা লিগ তো বটেই, কোনও টুর্নামেন্টেই নামতে পারবে না ইস্টবেঙ্গল কিংবা এসসি ইস্টবেঙ্গল।
আর এই পরিস্থিতিতে প্রশ্ন এসে যাচ্ছে, যেহেতু স্পোর্টিং রাইটস শ্রী সিমেন্টের হাতে, সেক্ষেত্রে তারা কি করবে? সূত্রের খবর, এতদিন ধরে খেলোয়াড় ও কোচ-সাপোর্ট স্টাফদের অপেক্ষা করার জন্য অনুরোধ করেছিল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু গত কয়েক দিন আগে থেকে খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে শ্রী সিমেন্ট। যার জেরে ব্রাইট-পিলকিংটনের অন্য ক্লাবে যোগ দেওয়া। ফলে যা বোঝা যাচ্ছে, গোটা এসসি ইস্টবেঙ্গল দলকে ভেঙে দিচ্ছে শ্রী সিমেন্ট।
এবার বাকি সমস্ত খেলোয়াড় ও কোচ-সাপোর্ট স্টাফদের রিলিজ দিয়ে দেওয়ার বিষয়ে কাজ শুরু করেছে শ্রী সিমেন্ট। ইতিমধ্যেই আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ রবি ফাউলারকে মিউচুয়াল টার্মিনেশনের মাধ্যমে রিলিজ দিতে চলেছে শ্রী সিমেন্ট। প্রয়োজনে ক্ষতিপূরণও দেবে তারা। কারণ একটাই, শুধু শুধু বেতন দিয়ে অনিশ্চয়তার মধ্যে খেলোয়াড় ও কোচদের রাখতে চাইছে না লগ্নিকারী সংস্থা।
এদিকে স্পোর্টিং রাইটস হস্তান্তর নিয়ে শ্রী সিমেন্টের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত মরশুমের খরচ হওয়া অর্থ দিলে তারা স্পোর্টিং রাইটস দিয়ে দেবে। গত মরশুমে মোট ৫৩ কোটি টাকা খরচ হয়েছিল, তার সাথে যোগ হবে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দেওয়া ক্ষতিপূরণ। যার জেরে প্রায় ৫৫ কোটি টাকার কাছাকাছি যেতে চলেছে অঙ্কটা। অর্থাৎ, অন্ততপক্ষে ৫৫ কোটি টাকা দিলে স্পোর্টিং রাইটস ফেরত পাবে ইস্টবেঙ্গল ক্লাব।