সের্জিও র্যামোসকে পেতে পাঁচ বছরের বড় অফার দিল লা লিগার এই ক্লাব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসের শেষে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হচ্ছে এই অভিজ্ঞ ডিফেন্ডারের। যা সম্ভাবনা, তাতে ক্লাব ছাড়ার পথেই রয়েছেন র্যামোস। এই পরিস্থিতিতে এবার নিজেদের পুরোনো খেলোয়াড়কে ঘরে ফিরিয়ে আনতে আগ্রহ দেখাল সেভিয়া।
৩৫ বছরের এই সুপারস্টার ডিফেন্ডারকে পেতে আগ্রহ দেখিয়েছে সেভিয়া। ইএসরেডিও এর এল পালমার শোয়ে জানানো হয়েছে, সেভিয়া ইতিমধ্যে র্যামোসকে পাঁচ বছরের বড়সড় চুক্তি অফার করেছে র্যামোসকে।
সেভিয়ার ইউথ সিস্টেম থেকে উঠে আসা সের্জিও র্যামোস ২০০৫ সালে যোগ দেন স্যান্তিয়াগো বার্নাবিউতে। আর তারপর বাকিটা ইতিহাস। ১৫ বছর একাধিক খ্যাতি অর্জন করেছেন, খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে। এবার পুরোনো জায়গায় ফিরে যেতে কি চাইবেন র্যামোস, যেখানে ভবিষ্যতের ক্ষেত্রে পাঁচ বছরের নিশ্চয়তা রয়েছে? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।