ম্যান সিটি থেকে কি বার্সিলোনায় আসছেন আগুয়েরো? গুঞ্জনে নিজের বক্তব্য দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মরশুমে এফসি বার্সিলোনার প্রথম লক্ষ্য হচ্ছে একজন প্রকৃত স্ট্রাইকার তুলে আনা। লুই সুয়ারেজের বিদায়ের পর প্রকৃত স্ট্রাইকারের অভাব ভুগছে কাতালান জায়ান্টসরা। মার্টিন ব্র্যাথওয়েট সেভাবে পারফর্ম করতে পারছেন না। এই পরিস্থিতিতে আগামী মরশুমের জন্য বিশ্বের একাধিক তারকা স্ট্রাইকারদের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে বার্সা কর্তারা।
আর এফসি বার্সিলোনার টার্গেটদের মধ্যে অন্যতম হলেন আর্জেন্টিনার দুরন্ত ও অভিজ্ঞ স্ট্রাইকার সের্জিও আগুয়েরো। লিওনেল মেসির অত্যন্ত কাছের এই খেলোয়াড়কে এনে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে বার্সিলোনা। আগুয়েরোকে এনে নিজেদের স্ট্রাইকার সমস্যার সমাধান ঘটবে, তেমনি আগুয়েরোকে এনে মেসিকেও দলে রাখতে পারবে বার্সা ম্যানেজমেন্ট।
তবে এই সমস্ত গুঞ্জনে ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার কি মনে করছেন? এই নিয়ে বেশ জটিল দিয়েছেন আগুয়েরো। তিনি যা বললেন, তাতে এখনই কোনও নিশ্চয়তা না দিলেও একেবারে উড়িয়ে দিচ্ছেন না। জনপ্রিয় গেমিং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট টুইচ এ নিজের চ্যানেলে আগুয়েরো বলেছেন, “ওনারা সকলে লিখছেন বার্সা, বার্সা, বার্সা। একটু অপেক্ষা করুন, একটু দেখে নিন। থেমে যান। আমরা এখনও সিটির সাথে আছি।“
যদিও এই মরশুমে ম্যানচেস্টার সিটির হয়ে একেবারেই সুযোগ পাননি আগুয়েরো। চোট-আঘাতের সমস্যায় বেশিরভাগ সময় বাইরে কাটিয়েছেন। এবারের প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ শুরু থেকে খেলেছেন আগুয়েরো।