ঠিক কিরকম চুক্তিতে রিয়াল মাদ্রিদের প্রস্তাব ছেড়ে পিএসজিতে থেকে গেলেন কিলিয়ান এমবাপ্পে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জল্পনা ছিল, প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি এই সুপারস্টারকে ধরে রাখতে সক্ষম হল পিএসজি। তিন বছরের চুক্তিতে পিএসজিতে থেকে যাচ্ছেন এমবাপ্পে। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছে পিএসজি।
কিন্তু কি চুক্তিতে পিএসজিতে থেকে গেলেন এমবাপ্পে? গত ছয় মাস ধরে পিএসজি একাধিক চুক্তির অফার দিলেও তা খারিজ করে দিয়েছিলেন এমবাপ্পে। ফলে আগ্রহটা রয়েইছে, কি প্রলোভনে পিএসজিতে থাকবেন ফরাসি ফরোয়ার্ড?
আগামী ২০২৫ সাল অবধি, অর্থাৎ তিন বছরের জন্য চুক্তিবৃদ্ধি করলেন এমবাপ্পে। এবং রিয়াল মাদ্রিদ যে প্রস্তাব দিয়েছিল, তার থেকে অনেক বেশি পরিমাণ বেতন ও অর্থ দিয়েছে পিএসজি। ১২৫ মিলিয়ন ডিলারের সাইনিং বোনাস এবং মাসিক ৫ মিলিয়ন ডলার বেতন পাবেন এমবাপ্পে, যা আগের চুক্তির দ্বিগুণ।
এদিকে একাধিক রিপোর্ট অনুযায়ী, মউরিসিও পচেত্তিনোর পর পিএসজির নতুন কোচ বাছাইয়ের ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে এমবাপ্পের। এছাড়া পরের মরশুমে অধিনায়কত্বের দায়িত্ব এবং স্পট কিক (পেনাল্টি ও ফ্রি কিক) মারার অধিকার পেতে পারেন এমবাপ্পে।