কি উপায়ে অনুর্ধ্ব ২৩ এশিয়ান কাপের মূলপর্বে উঠতে পারবে ভারত? রইল তিন পরিস্থিতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি অনুর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্রত্যয়ী খেলা দেখিয়েছে ভারত। ওমানের বিরুদ্ধে ২-১ ফলে জিতলেও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে স্রেফ একটি পেনাল্টিতে হারতে হয় ভারতকে। এদিকে কিরগিজস্থান সংযুক্ত আরব আমিরশাহিকে হারালেও ওমানের কাছে পরাজিত হয়।
আর এর জেরে লিগে পয়েন্ট টেবিলে চার দলই তিন পয়েন্ট নিয়ে রয়েছে। এমনকি, গোল দেওয়া ও গোল খাওয়ার ক্ষেত্রেও সমান রয়েছে চারটি দলই। আর এর জেরে যোগ্যতা অর্জন পর্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বেশ কিছু ফ্যাক্টর।
শেষ অবধি এমনটা দাঁড়ালে ডিসিপ্লিনারি পয়েন্ট ও পেনাল্টি শুট আউট পার্থক্য হয়ে দাঁড়াবে। তবে পেনাল্টি শুট আউটের ক্ষেত্রে দুই দলকে শেষ ম্যাচ ডেতে মুখোমুখি হতে হবে। আর ডিসিপ্লিনারি পয়েন্ট অর্থাৎ যে দল সব থেকে কম কার্ড খেয়েছে, তারাই উঠবে মূল পর্বে।
এই পরিস্থিতিতে ভারত তাদের শেষ ম্যাচ খেলবে কিরগিজস্থানের বিরুদ্ধে। আর এখানে তিনটি সম্ভাবনা উপস্থিত হয়েছে। কোন সম্ভাবনায় ভারত মূলপর্বে উঠতে পারবে, সেটাই দেখব আমরা। বলা বাহুল্য, প্রতিটি গ্রুপের প্রথম স্থানাধিকারী দল এবং সেরা চার দ্বিতীয় স্থানাধিকারী দল মূলপর্বে উঠবে।
পরিস্থিতি ১ - ভারত যদি কিরগিজস্থানকে হারায়, তাহলে ছয় পয়েন্ট হবে ভারতের। কিন্তু সেক্ষেত্রে ভারতকে আশা রাখতে হবে, যেন ওমান জেতে বা ড্র করে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। সেক্ষেত্রে হেড টু হেডে ভারত শীর্ষস্থানে উঠে যাবে। তবে সংযুক্ত আরব আমিরশাহি জিতলে ভারত দ্বিতীয় স্থানে চলে আসবে, আর সেক্ষেত্রে ভারতের পরিসংখ্যান ভালো হতে হবে সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল হওয়ার জন্য। ফলে বেশি গোলে জিততে হবে, এবং কার্ড খাওয়া চলবে না।
পরিস্থিতি ২ - কিরগিজস্থানের বিরুদ্ধে ড্র করলে ভারতের চার পয়েন্ট হবে, আর কিরগিজেরও সমান পয়েন্ট হবে। ফলে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের জয়ী উঠে যাবে মূলপর্বে। আর এই ক্ষেত্রে ভারত ও কিরগিজস্থানের মধ্যে হবে পেনাল্টি শুটআউট, দ্বিতীয় স্থানের জন্য।
যদি ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির ম্যাচ ড্র হয়, তবে ভারত ও কিরগিজস্থান ম্যাচে অবশ্যই বেশি গোল হতে হবে। অর্থাৎ যদি ওমান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ ১-১ হয়, ভারত-কিরগিজস্থানকে ২-২ বা তার বেশি করতে হবে টিকে থাকার জন্য। আর তারপর পেনাল্টি শুটআউটে প্রথম স্থান নির্ধারিত হবে।
আর যদি দুই ম্যাচের ফলাফল একই হয়, তবে ডিসিপ্লিনারি রেকর্ডকে ধরা হবে। যদি ধরা হয়, দুই ম্যাচেই কোনও দল কোনও কার্ড খায়নি, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে। কারণ ভারত সাতটি হলুদ কার্ড খেয়েছে। এর জেরে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির কয়েকজন খেলোয়াড়কে লাল কার্ড ও হলুদ কার্ড দেখতে হবে ভারতের যোগ্যতা অর্জনের জন্য।
পরিস্থিতি ৩ - ভারত যদি কিরগিজস্থানের বিরুদ্ধে হেরে যায়, তাহলে কোনও সমীকরণই কাজ করবে না। ভারত সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
ফলে ইগর স্টিম্যাচের কাছে অঙ্ক পরিষ্কার। কিরগিজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিততে হবে, বেশ কিছু গোল করতে হবে, আর অপেক্ষা করতে হবে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান ম্যাচের জন্য।