ডিফেন্সে জোর বাড়াতে আইএসএলের এই তরুণ ডিফেন্ডারে নজর এসসি ইস্টবেঙ্গলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মাঠের বাইরে একাধিক বিতর্কে জড়িয়ে এসসি ইস্টবেঙ্গল, কিন্তু মাঠের পারফর্মেন্সে লড়াই দেখিয়ে চলেছে লাল-হলুদ ব্রিগেড। লিগ টেবিলে শেষ স্থানে থাকলেও গত কয়েক ম্যাচে দারুণ লড়াই দেখিয়েছে এসসি ইস্টবেঙ্গল।
মূলত গত চার ম্যাচে ডিফেন্সগত দিক থেকে বেশ ভালো পারফর্ম করেছে এসসি ইস্টবেঙ্গল। কিন্তু একের পর এক সেন্ট্রাল ডিফেন্ডার চোট পেয়ে বসে যাচ্ছেন। টমিস্লাভ মর্চেলা, ফ্রাঞ্জো পর্চে, জয়নেয়ার লৌরেঙ্কো, রাজু গায়কোয়াড়, এবং সম্প্রতি আদিল খান চোটে আক্রান্ত। এই পরিস্থিতিতে নতুন কোনও ডিফেন্ডারকে আনতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।
জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেডের তরুণ ডিফেন্ডার জেস্টিন জর্জকে নিতে আগ্রহী এসসি ইস্টবেঙ্গল। মরশুমের শেষ অবধি লোনে জেস্টিন জর্জকে নিয়ে আসতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। এই নিয়ে নর্থইস্ট ইউনাইটেডের সাথে কথা বলছে ইস্টবেঙ্গল, এমনটাই জানা গিয়েছে।
চলতি আইএসএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন জর্জ, যার মধ্যে একটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেই। আর সেই ম্যাচে ক্লিনশিট রাখে নর্থইস্ট। ২৩ বছরের এই ডিফেন্ডার গোকুলামের হয়ে গত বছর আইলিগ জিতেছিলেন। এছাড়া বেঙ্গালুরু এফসির অনুর্ধ্ব ১৮ দলে খেলেছেন জেস্টিন জর্জ।
চলতি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্সেলোকে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এদিকে স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান সোতাকে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে লাল-হলুদ ব্রিগেড।