বড় চমক লাল-হলুদের, হায়দ্রাবাদের স্তম্ভ সানা সিংকে প্রস্তাব দিল এসসি ইস্টবেঙ্গল

সব্যসাচী ঘোষ : দলগঠনের কাজ যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের, সে নিয়ে কোনও সন্দেহ নেই। একাধিক খেলোয়াড়ের নাম র্যাডারে ঘুরলেও এবার লাল-হলুদের নজরে রয়েছে হায়দ্রাবাদ এফসির দুরন্ত ডিফেন্ডার চিঙ্গলসানা সিং। চলতি মরশুমে হায়দ্রাবাদ এফসির হয়ে অসাধারণ ডিফেন্ডিং করেছেন সানা সিং, এবং সেই পারফর্মেন্সের সুবাদে ৩৫ সদস্যের ভারতীয় শিবিরে জায়গা পেয়েছেন তিনি।
সূত্রের খবর, মনিপুরি এই ডিফেন্ডারকে বেশ বড় অফার প্রস্তাব করেছে এসসি ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদের থেকে বেশ ভালোই সেই অফার। কিন্তু সেক্ষেত্রে শুধু খেলোয়াড় বা এজেন্ট নয়, হায়দ্রাবাদ এফসির সাথেও কথা বলতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। কারণ ২০২২ সাল অবধি চুক্তি রয়েছে সানার। সেক্ষেত্রে ট্রান্সফার ফি দিয়েই নিয়ে যেতে হবে সানাকে।
চলতি আইএসএলে ১৮টি ম্যাচ খেলেছেন ২৪ বছরের এই ডিফেন্ডার, যার মধ্যে সাতবার ক্লিনশিট রয়েছে দলের। লিগের শেষ ম্যাচে লাল কার্ডের জন্য খেলতে পারেননি সানা, নইলে হয়ত হায়দ্রাবাদের সুযোগ থাকত প্লে অফে ওঠার। কিন্তু এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে এত সহজে ছাড়বে না হায়দ্রাবাদ। সেক্ষেত্রে হয়ত এসসি ইস্টবেঙ্গলকে এক কোটি টাকার অফার দিতে হবে সানাকে নেওয়ার জন্য। এখন দেখার শেষ অবধি কি হয়।