চমক ইস্টবেঙ্গলের, সই করাল স্লোভেনিয়ার জাতীয় দলের ফুটবলার আমির ডেরভিসেভিচকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অল্প সময়ে বেশ ভালো দেশীয় স্কোয়াড গড়ার পর এবার বিদেশী স্কোয়াডও গড়ে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। এখন কেবল ঘোষণার পালা। আর সেই বিদেশী ব্রিগেডের প্রথম নাম এল সামনে। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডেরভিসেভিচকে সই করল এসসি ইস্টবেঙ্গল।
শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল। ২৯ বছরের এই স্লোভেনিয়ান ফুটবলার এক বছরের চুক্তিতে আসছেন এসসি ইস্টবেঙ্গলে।
চলতি বছরে স্লোভেনিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এনকে মারিবরে শেষবার খেলেছিলেন ডেরভিসেভিচ। চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গলে। জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচ। সুতরাং অবশ্যই বড়সড় সাইনিং করল এসসি ইস্টবেঙ্গল।