অমরজিতের পর এফসি গোয়ার এই তরুণ প্রতিভাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে ইস্টবেঙ্গল বেশ ভালোই খেল দেখাচ্ছে। ইতিমধ্যেই এফসি গোয়া থেকে লোনে অমরজিত সিং কিয়ামকে এনেছে এসসি ইস্টবেঙ্গল। এবার এফসি গোয়ার তরুণ উইংব্যাক সেরিনিও ফার্নান্ডেসকেও সই করাল ইস্টবেঙ্গল।
এফসি গোয়ার তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, চার বছর এফসি গোয়ায় থাকার পর এবার আরও এক আইএসএল ক্লাবে পূর্নাঙ্গ চুক্তিতে যাচ্ছেন সেরিনিও। যদিও এফসি গোয়া সেই ক্লাবের নাম সামনে আনেনি, কিন্তু জোর সম্ভাবনা, সেই ক্লাব হল এসসি ইস্টবেঙ্গল।
এফসি গোয়ার রিজার্ভ দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলেছেন সেরিনিও। রিজার্ভ দলের হয়ে জিতেছেন গোয়া প্রো লিগ, টাকা গোয়া ও পুলিশ কাপ। ২২ বছরের এই তরুণ উইংব্যাককে গত বছরের অক্টোবরে রিজার্ভ থেকে মূল দলে সই করানো হয়েছিল, তবে গেমটাইম পাননি।
তবে আরও এক তরুণ প্রতিভাকে সই করাল এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই অমরজিত সিংকে পাকা করে নিয়েছে, শুভ ঘোষ ও হীরা মন্ডলের সাথে চুড়ান্ত কথাবার্তা চলছে। এছাড়া জ্যাকিচাঁদ সিংও প্রায় নিশ্চিত। ফলে বেশ ভালোই দলবদল চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল।